Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশি ওষুধের চাহিদা বাড়ছে বিশ্ব বাজারে


৮ ডিসেম্বর ২০২০ ০০:০৮

ঢাকা: ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান বলেছেন, দেশীয় প্রতিষ্ঠানগুলোতে উৎপন্ন হওয়া উৎকৃষ্টমানের ওষুধের চাহিদা বাড়োছে বিশ্ব বাজারে। বর্তমানে ১৪৮টি দেশে বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে।

সোমবার (৭ ডিসেম্বর) রাজধানীর খিলক্ষেতে এবং মিরপুরে দুটি মডেল ফার্মেসি উদ্বোধনকালে এ কথা বলেন মেজর জেনারেল মো: মাহবুবুর রহমান।

ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো: মাহবুবুর রহমান বলেন, আগামী দুবছরের মধ্যে দেশের সকল ঔষধ ফার্মেসিকে মডেল ফার্মেসি অথবা মডেল মেডিসিন শপে পরিণত করার সরকারি উদ্যোগ বাস্তবায়নে কাজ করছে ঔষধ প্রশাসন।

ঔষধের গুণগত মান বজায় রেখে সঠিক ঔষধ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে মডেল ফার্মেসি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন মেজর জেনারেল মো: মাহবুবুর রহমান।

মেজর জেনারেল মো: মাহবুবুর রহমান বলেন, তাপমাত্রার হেরফের হলে অরেক ঔষধের গুণগত মান নষ্ট হয়ে যায়।  তাই ফার্মেসিগুলোর পরিবেশ আন্তর্জাতিকমানে উন্নীত করার প্রতি দৃষ্টি দিচ্ছে ঔষধ প্রশাসন। তারই অংশ হিসেবে মডেল ফার্মেসি বা মডেল মেডিসিন শপ প্রতিষ্ঠাকে উৎসাহিত  করা হচ্ছে।

রেজিস্ট্রার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া কোনো ধরনের এন্টিবায়োটিক ঔষধ বিক্রি করা যাবে না বলেও উল্লেখ করেন ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের ভাইস-প্রেসিডেন্ট মোসাদ্দেক হোসেন, ঔষধ প্রশাসন অধিদফতরের পরিচালক মোস্তাফিজুর রহমানসহ অন্যান্যরা।

ঔষধ প্রশাসন অধিদফতর মডেল ফার্মেসি মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর