Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাজ্যে করোনা টিকা দেওয়া শুরু


৮ ডিসেম্বর ২০২০ ০৮:০৮ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২০ ১২:০৬

যুক্তরাজ্যে মার্কিন কোম্পানি ফাইজার এবং জার্মানির বায়োএনটেকের যৌথ প্রচেষ্টায় উদ্ভাবিত করোনার টিকাদান কার্যক্রম মঙ্গলবার (৮ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে। খবর বিবিসি।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) মঙ্গলবার থেকে সাধারণের মধ্যে টিকাদান কার্যক্রম শুরু করবে। ৩০ হাজার স্বেচ্ছাসেবকের মাধ্যমে এই টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করবে যুক্তরাজ্য।

বিজ্ঞাপন

এদিকে, করোনার টিকাদান কার্যক্রমকে যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় পরিসরের টিকা কার্যক্রম হিসেবে অভিহিত করা হচ্ছে।

সরকারি সিদ্ধান্ত অনুসারে, করোনা মোকাবিলার সম্মুখসারির যোদ্ধা হিসেবে স্বাস্থ্যকর্মীরা, ৮০ বছরের বেশি বয়স্ক লোকজন ও কেয়ারহোমের কর্মীরা সবার আগে করোনার টিকা পাবেন।

এছাড়াও, যুক্তরাজ্যে টিকা দেওয়ার স্থান হিসেবে প্রাথমিকভাবে ৫০টি হাসপাতাল নির্ধারণ করা হয়েছে।

পাশাপাশি স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দান আয়ারল্যান্ডেও মঙ্গলবার (৮ডিসেম্বর) থেকে টিকা দেওয়ার কাজ শুরু হবে। ওই অঞ্চলগুলোতেও হাসপাতাল থেকে করোনা টিকা দেওয়া হবে।

এ ব্যাপারে যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেছেন, করোনা টিকাদানের কার্যক্রম শুরু করতে পারার মুহুর্তটি যুক্তরাজ্যের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হবে। টিকা দান কার্যক্রমের সময় সবাইকে স্থানীয় বিধিনিষেধ মেনে চলতে বলেছেন ম্যাট হ্যানকক।

অন্যদিকে, করোনা টিকাভর্তি বিশেষ কন্টেইনার বেলজিয়াম থেকে যুক্তরাজ্যে পৌঁছে গেছে। সেগুলোকে এখন তাপমাত্রা সুরক্ষিত অবস্থায় হাসপাতালগুলোতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

টিকাদান কার্যক্রমের ব্যাপারে এনএইচএসের পরিচালক অধ্যাপক স্টিফেন পাওস বলেছেন, অনেক জটিলতা সত্ত্বেও করোনার টিকার প্রথম ডোজ সোমবার হাসপাতালগুলোতে যাবে। মঙ্গলবার থেকে টিকা দেওয়া শুরু হবে।

এর আগে, ২ ডিসেম্বর যুক্তরাজ্য ফাইজার-বায়োএনটেকের যৌথ উদ্যোগে উদ্ভাবিত করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা ব্যবহারের অনুমোদন দেয়। যুক্তরাজ্যই বিশ্বের প্রথম দেশ, যারা এই টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে।

যুক্তরাজ্যের পর বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে ফাইজার-বায়োএনটেকের টিকার জরুরি অনুমোদন দিয়েছে বাহরাইন। ৪ ডিসেম্বর দেশটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

ওদিকে, যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা মেডিসিনস অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ) বলেছে, ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা মানবদেহের জন্য নিরাপদ।

আগেই, মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার ও জার্মানির প্রতিষ্ঠান বায়োএনটেক দাবি করেছিল তাদের উদ্ভাবিত করোনার টিকা ৯৫ শতাংশ কার্যকর।

তবে, ফাইজার-বায়োএনটেকের টিকা মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, যুক্তরাজ্য ইতিমধ্যে ফাইজার-বায়োএনটেকের কাছে চার কোটি ডোজ টিকার ক্রয়াদেশ দিয়েছে। তার মধ্যে এ দফায় আট লাখ ডোজ করোনা টিকা প্রয়োগ করা হবে বলে জানা গেছে।

করোনা টিকা করোনা টিকাদান কার্যক্রম শুরু করোনা ভ্যাকসিন ফাইজার-বায়োএনটেকের করোনা ভ্যাকসিন যুক্তরাজ্য

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর