‘ভাস্কর্যের বিরোধিতাকারীরা সভ্যতাবিরোধী অপশক্তি’
৭ ডিসেম্বর ২০২০ ২১:০৭ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২০ ২১:১৬
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বিরোধিতা যারা করছেন, তাদের ‘সভ্যতাবিরোধী অপশক্তি’ আখ্যা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান।
তিনি বলেন, ভাস্কর্য হলো সৃজনশীল শিল্প প্রকাশের মাধ্যম। ভাস্কর্যবিদ্যা বাধাগ্রস্ত হয়ে পড়লে মানবিকতা বাধাগ্রস্ত হয়।
সোমবার (৭ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করার প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক আখতারুজ্জামান ভাস্কর্যবিরোধীদের অপশক্তি উল্লেখ করে তাদের প্রতি কঠোর অবস্থান নেওয়ার দাবি জানান। তিনি বলেন, ডিসেম্বর মাস। এই গৌরবের মাসে অনাকাঙ্ক্ষিতভাবে একটি বিষয়ের প্রতিবাদ জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মাঠে নামতে হলো। সভ্যতাবিরোধী এসব অপশক্তিদের বিরুদ্ধে কঠোর হওয়া বাঞ্ছনীয়।
ঢাবি শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. লুৎফর রহমানের সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য(প্রশাসন) অধ্যাপক এ কে এম মাকসুদ কামাল। তিনি বলেন, সময়ে সময়ে ধর্মান্ধ এই গোষ্ঠী বাঙালির কৃষ্টির বিরুদ্ধে দাঁড়িয়ে বারবার পরাজিত হয়েছে। এবারও তারা পরাজিত হবে।
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনা দেশের সাংস্কৃতিক চেতনার ওপর আঘাত জানিয়ে অধ্যাপক মাকসুদ কামাল বলেন, কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ইসলাম প্রতিষ্ঠা করার জন্য নয়, এই হামলা দেশে দীর্ঘদিন ধরে চলে আসা সাংস্কৃতিক চেতনার বিরুদ্ধে হামলা।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক নিজামুল হক ভূঁইয়ার সঞ্চালনায় মানবন্ধনে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নীল দলের যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক ড. আবদুর রহিম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম, রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জিনাত হুদা, আইন অনুষদের ডিন রহমত উল্লাহ, টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. শফিউল আলম ভুইয়া, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. হুমায়ুন কবিরসহ অন্যরা।
অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অপশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ঢাবি উপাচার্য ঢাবি শিক্ষক সমিতি ভাস্কর্য বিরোধিতা সভ্যতাবিরোধী