হবিগঞ্জে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৮
৭ ডিসেম্বর ২০২০ ১৮:৫৪ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২০ ০৯:০৫
হবিগঞ্জ: জেলার নবীগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সিলেটগামী বিআরটিসির বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের ৩ জন রয়েছেন বলে জানা গেছে।
সোমবার (৭ ডিসেম্বর) বিকেল চারটার দিকে উপজেলার সাতাহাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ ও নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি, নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভূইয়া জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী বিআরটিসির একটি বাস ও স্থানীয় সিএনজি-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দু’টি গাড়িই রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে তিন জনের লাশ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে আরও পাঁচ জনের মৃত্যু হয়।’ মরদেহের সংখ্যা আরও বাড়তে বলেও আশঙ্কা এই পুলিশ কর্মকর্তা।