Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে রিকশাচালককে ছুরিকাঘাতে খুন


৭ ডিসেম্বর ২০২০ ১৮:৪৬

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে কথা কাটাকাটির জেরে এক রিকশাচালককে ছুরিকাঘাতে খুনের অভিযোগ পাওয়া গেছে।

রোববার (৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে নগরীর পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলীর জেলে পাড়া এলাকায় এই ঘটনা ঘটেছ।

খুনের শিকার মো. মাহবুব (৩০) ফরিদপুর জেলার পীরেরচর এলাকার বাসিন্দা। চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলী এলাকায় তার বাসা।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম সারাবাংলাকে জানান, সারাদিন রিকশা চালিয়ে ফেরার পর মাহবুব বাসার কাছে একটি দোকানের সামনে বসে আড্ডা দিচ্ছিলেন। আড্ডার অন্যরাও তার মতোই নিম্ন আয়ের লোকজন। এসময় স্থানীয় কয়েকজনের সঙ্গে সেখানে বসা নিয়ে কথা কাটাকাটি হয় মাহবুবের।

ঝগড়ার একপর্যায়ে প্রথমে চড়-থাপ্পড়, পরে মাহবুবকে ছুরিকাঘাত করা হয়। এলাকার লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনায় জড়িতদের শনাক্ত কররে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি।

ছুরিকাঘাতে খুন

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

আরো

সম্পর্কিত খবর