Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আমিরাতকে লক্ষ্য করে সাইবার হামলা’


৭ ডিসেম্বর ২০২০ ১৬:২৮ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২০ ১৭:৩৬

প্রতীকী ছবি

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) চুক্তি সইয়ের মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পর সাইবার হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। খবর রয়টার্স।

রোববার (৬ ডিসেম্বর) ইউএই’র প্রধান সাইবার নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ হামাদ আল-কুয়েতি এ কথা বলেছেন।

এদিকে, দুবাইয়ের একটি সম্মেলনে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে হামাদ বলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার মধ্য দিয়ে ইউএই’র বিরুদ্ধে তৎপর কিছু দুর্বৃত্তের কাছ থেকে বড় ধরনের হামলার পট প্রস্তুত করেছে।

বিশেষ করে, আমিরাতের অর্থনৈতিক খাত হামলার লক্ষ্য হিসাবে নির্ধারিত হয়েছে বলে জানান হামাদ। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি তিনি। এই দুস্কৃতিকারীরা কারা এবং তাদের কোনো হামলা সফল হয়েছে কিনা, সে ব্যাপারেও হামাদ কিছু বলেননি।

এর আগে, চলতি বছরের আগস্টে সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কয়েক দশকের আরব নীতি ভেঙে ইসরায়েলের সঙ্গে শান্তিচুক্তি করে সম্পর্ক স্বাভাবিক করতে রাজি হয়। পরে হোয়াইট হাউজে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশটি সেই চুক্তি সইও করে।

অন্যদিকে, আমিরাতের এ পদক্ষেপ ফিলিস্তিনসহ আরও কয়েকটি মুসলিম দেশকে ক্ষুব্ধ করে। আমিরাতের পর একইভাবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে বাহরাইন এবং সুদানও।

এ ব্যাপারে রোববারের (৬ ডিসেম্বর) সম্মেলনে আমিরাতের প্রধান সাইবার নিরাপত্তা কর্মকর্তা হামাদ বলেন, করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর থেকে দেশটিতে সাইবার হামলা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

পাশাপাশি, ঐতিহ্যগতভাবে ওই অঞ্চলে এমন বহু হামলাই ইরান থেকে সংঘটিত হয় বলে জানান হামাদ। তবে এইসব হামলার পেছনে কারা জড়িত সে সম্পর্কে সুনির্দিষ্ট কিছু বলেননি তিনি।

বিজ্ঞাপন

ওদিকে ইরানও বলছে, তারা রাষ্ট্রীয়ভাবে হ্যাকিংয়ের শিকার হয়েছে।

ইরান ইসরায়েল টপ নিউজ সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সাইবার-হামলা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর