বাণিজ্য চুক্তির দ্বারপ্রান্তে ইইউ-যুক্তরাজ্য
৭ ডিসেম্বর ২০২০ ১৬:০৬
সপ্তাহান্তের শীর্ষ পর্যায়ের আলোচনার পর ব্রেক্সিটপরবর্তী বাণিজ্য চুক্তির লক্ষ্যে ইইউ ও ব্রিটেনের আলোচনার মেয়াদ বাড়ানো হয়েছে। খবর ডয়চে ভেলে।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ সম্মেলনের আগেই বিষয়টির নিষ্পত্তির চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
এদিকে, প্রায় আট মাসে যা সম্ভব হয়নি, মাত্র দুই দিনে সেই অসাধ্য সাধনের প্রচেষ্টা কতটা ফলপ্রসু হবে – সে বিষয়ে কোনো নিশ্চয়তা দেখা যাচ্ছে না। ইইউ এবং যুক্তরাজ্যের মধ্যস্থতাকারীরা সপ্তাহান্তে হাল ছেড়ে দেওয়ার পর দ্বি-পাক্ষিক বাণিজ্য চুক্তির সম্ভাবনা কার্যত শেষ হয়ে গিয়েছিল।
কিন্তু শনিবার (৫ ডিসেম্বর) ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন টেলিফোনে আলোচনা করার পর শেষ চেষ্টা চালাতে সম্মত হন।
In the climactic final days of Brexit negotiations between Prime Minister Boris Johnson of Britain and EU President Ursula von der Leyen, dramatics are not in short supply. https://t.co/2j1gZMvbLo
— The New York Times (@nytimes) December 6, 2020
তারই অংশ হিসেবে রোববার (৬ ডিসেম্বর) এবং সোমবার (৭ ডিসেম্বর) দুই পক্ষের মধ্যস্থতাকারীরা আবার বসছেন। সোমবার (৭ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় জনসন ও ফন ডেয়ার লাইয়েন আবার টেলিফোনে কথা বলে সম্ভবত বাণিজ্য চুক্তির ব্যপারে চূড়ান্ত ঘোষণা করতে চলেছেন। সোমবারই সব বিষয়ের নিষ্পত্তি না হলে আলোচনার সময়সীমা আরও বাড়ানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
অন্যদিকে, এ বছরের পয়লা জানুয়ারি যুক্তরাজ্য পাকাপাকিভাবে ইইউ ত্যাগ করলে দুই পক্ষের মধ্যে বাণিজ্যসহ বাকি সম্পর্ক স্থির করতে চুক্তি এখনও অধরা রয়ে গেছে। চুক্তি সই এবং অনুমোদনের জন্য সময়ও প্রায় শেষ।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ইইউ শীর্ষ সম্মেলনে বিষয়টি চূড়ান্ত করতেই হবে। সেই অনুযায়ী নতুন বছরে দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রস্তুতি নিতে হবে। চুক্তি সম্ভব হলেও সীমান্তে ব্যাপক যানজট ও জটিলতার আশঙ্কা রয়েছে। চুক্তিবিহীন ব্রেক্সিটের ক্ষেত্রে সেই মাত্রা আরও কয়েকগুণ বেড়ে যেতে পারে।
Breakthrough on fishing rights as Brexit talks hang in the balance https://t.co/ywVecb4y9R
— Grahame Lucas (@GrahameLucas) December 6, 2020
ওদিকে, যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান সংবাদপত্রের দাবি, ব্রিটেনের জলসীমায় ইইউ দেশগুলোর জেলেদের মাছ ধরার অধিকার নিয়ে বিরোধ মিটে গেছে। ফলে বিরোধের তিনটি বিষয়ের মধ্যে একটির নিষ্পত্তি হয়েছে। যুক্তরাজ্যের একটি সরকারি সূত্র অবশ্য এমন সাফল্যের দাবি অস্বীকার করেছে। ইইউ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। ভবিষ্যতেও অভ্যন্তরীণ বাজারের নাগাল পেতে হলে যুক্তরাজ্যকে ইইউ পরিবেশ, সামাজিক ও শ্রম সংক্রান্ত মানদণ্ড মেনে চলার শর্ত দিয়ে রেখেছে ব্রাসেলস। সেইসঙ্গে, বিরোধ মেটাতে স্পষ্ট আইনি প্রক্রিয়াও স্থির করার দাবি জানাচ্ছে ইইউ। এ দুটি বিষয়েরও নিষ্পত্তি হলে যুক্তরাজ্য-ইইউ বাণিজ্য চুক্তি সম্ভব হতে পারে।
তবে, সোমবারই (৭ ডিসেম্বর) সেই সাফল্য নাও আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) টপ নিউজ বরিস জনসন বাণিজ্যচুক্তি ব্রেক্সিট যুক্তরাজ্য