Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারি সব ডেটা স্টোর করার নির্দেশ প্রধানমন্ত্রীর


৭ ডিসেম্বর ২০২০ ১৬:২২ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২০ ১৬:২৩

ঢাকা: সরকারি সব ডেটা কালিয়াকৈরের মেগা ডাটা সেন্টারে স্টোর করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৭ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই আইনের খসড়ায় অনুমোদন দেওয়া হয়েছে। গণভবন থেকে ভার্চুয়ালি সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লিমিটেড শীর্ষক কোম্পানির মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন এবং আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন এর সংশোধিত ভূতাপেক্ষ অনুমোদন দেওয়া হয়েছে। সরকারি-বেসরকারি সব ডেটা সেখানে সংরক্ষিত থাকবে। যশোরে একটা ব্যাকআপ থাকবে। যাতে কোনো ডিসাস্টার হলেও ডেটা নষ্ট না হয়। নিরাপত্তাও নিশ্চিত করা হবে। প্রধানমন্ত্রী সরকারি সব ডেটা সেখানে স্টোর করার নির্দেশ দিয়েছেন।’

বিজ্ঞাপন

সচিব আরও বলেন, ‘বাংলাদেশের সব ডেটাকে কালিয়াকৈরে মেগা ডাটা সেন্টারের সংরক্ষিত রাখার বিষয়ে বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লিমিটেড গঠন করা হয়েছে। ৩০০ টেরাবাইট ডেটা সেখানে সংরক্ষণ করা যাবে। আগেই এসব বিষয়ে নির্দেশনা ছিল, কেউ মানত না।’

তিনি আরও জানান, প্রযুক্তি, উৎপাদন ব্যবস্থা সব বদলে যাচ্ছে। তাই আমাদের করণীয় ঠিক করা হয়েছে। এখন থেকে ১০টি প্রযুক্তিতে বিশেষ দৃষ্টি রাখতে হবে। সেগুলো হলো- অ্যাডভান্স মেটেরিয়ালস, ক্লাউড টেকনোলজি, অটনোমাস ভেহিকল, সিন্থেটিক বায়োলজি, ভার্চুয়াল অপমেনটেড রিয়েলিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবট, ব্ল্যাকচেইন, থ্রিডি প্রিন্টিং ও ইন্টারনেট অফ থিংস।

মাস্ক পরার বিষয়ে প্রধানমন্ত্রী আবারও জোর দিয়েছেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, ‘আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সব নেতাকর্মীকে মাস্ক পরে চলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

বিজ্ঞাপন

এসময় মন্ত্রণালয় থেকে শুরু স্থানীয় সরকারের প্রতিটি সংস্থার সবাইকে মাস্ক পরা নিশ্চিত করার বিষয়ে আরও উদ্যোগী হবার নির্দেশনা দেয় মন্ত্রিসভা।

প্রতিবছর ১৮ ডিসেম্বর তারিখে জাতীয় ও আন্তর্জাতিক অভিবাসী দিবস হিসেবে ঘোষণা এবং দিবসটি উদযাপনের লক্ষে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত এ বিষয়ক পরিপত্রের ক্রমিকে অন্তর্ভূক্তকরণের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়। এছাড়া চতুর্থ শিল্প বিপ্লব ও বাংলাদেশের সম্ভাবনা সম্পর্কিত বিষয়সমূহ মন্ত্রিসভাকে অবহিত করা হয়।

খসড়া অনুমোদন টপ নিউজ ডাটা সেন্টার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার বৈঠক মেগা ডাটা সেন্টার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর