Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় ২ জন নিহত


৭ ডিসেম্বর ২০২০ ১৪:৫৮ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২০ ১৫:০০

মুন্সীগঞ্জ: জেলার গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনার ২ জন পথচারী নিহত হয়েছে। সোমবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে জেলার গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচারিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- গজারিয়া উপজেলার পুরান বাউশিয়া এলাকার মোহন মিয়া(৫০) এবং কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম এলাকার মো. নূরুল ইসলাম (৭০)।

গজারিয়া (ভবেরচর) হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সালাহ্ উদ্দিন জানান, সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া লেংটার রাস্তার মোড় এলাকায় চট্টগ্রামমুখি একটি পিকাপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পথচারীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জন পথচারী নিহত হয়।

পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরও জানান, এ ঘটনায় ঘাতক চালক পালিয়ে গেলেও পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়াও চলছে।

পথচারী নিহত পিকআপ ভ্যান বাউশিয়া সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর