বিকেলে ফুল কোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি
৭ ডিসেম্বর ২০২০ ১১:১৯ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২০ ১৪:৩০
ঢাকা: সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকদের নিয়ে সোমবার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় ভিডিও কনফারেন্সে ফুল কোর্ট সভা আহ্বান করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
করোনাভাইরাস মহামারির কারণে আজ অনলাইন প্ল্যাটফর্মে এই সভা অনুষ্ঠিত হবে। গত ৩ ডিসেম্বর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
ভিডিও কনফারেন্সে ফুল কোর্ট সভা সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিগণের অংশগ্রহণে ৭ ডিসেম্বর (সোমবার) বিকেল ৩টা ৩০ মিনিটে ফুল কোর্ট সভা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদেরকে সভায় অংশগ্রহণের জন্য প্রধান বিচারপতির নির্দেশনাক্রমে অনুরোধ জানানো হয়।