Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪৯ বছরেও মেলেনি রাষ্ট্রীয় স্বীকৃতি


৭ ডিসেম্বর ২০২০ ০৯:২৪

পিরোজপুর: জেলার মঠবাড়িয়া উপজেলার বাদুরা গ্রামের বীর মুক্তিযোদ্ধা (পুলিশ কনস্টেবল মো.শাহ আলম শরীফ ১৯৭১ সালের ৭ ডিসেম্বর দায়িত্বরত অবস্থায় পাক বাহিনীর হাতে শাহাদাৎ বরণ করেন।

পারিবারিক সূত্র জানায়, মো.শাহ আলম শরীফ ১৯৬৯ সালে পুলিশ কনস্টেবল পদে যোগদান করেন (ক নং-৩২২)। মহান মুক্তিযুদ্ধের সময় তিনি পটুয়াখালী পুলিশের অস্ত্রাগারের দায়িত্বে ছিলেন। ৭ ডিসেম্বর পাকবাহিনী অস্ত্রাগার আক্রমন করলে কনস্টেবল শাহ আলম জীবন বাজি রেখে প্রতিরোধ গড়ে তোলেন। এ সময় পাক বাহিনীর গুলিতে শাহ আলম শাহাদাৎ বরণ করেন।

বিজ্ঞাপন

পরবর্তীতে তার লাশ খুঁজে পাওয়া যায়নি। শাহ আলমের মা পুত্রশোকে দীর্ঘ ১৪ বছর আহজারি করে মৃত্যু বরণ করেন।

এদিকে, স্বাধীনতার ৪৯ বছরেও শহীদ মুক্তিযোদ্ধা শাহ আলম শরীফের রাষ্ট্রীয় স্বীকৃতি না মেলায় ক্ষোভ প্রকাশ করেছেন তার স্বজনরা।

এ ব্যাপারে তার ভ্রাতুষ্পুত্র ও মিরুখালী স্কুল এন্ড কলেজের শিক্ষক মো. রোকনুজ্জামান শরীফ সারাবাংলাকে জানান, শাহ আলম শরীফ দেশ মাতৃকার জন্য জীবন উৎসর্গ করেছেন। তিনি শহীদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং বাদুরা বাজার-সাফা বাজার রাস্তাটি শহীদ শাহ আলম শরীফের নামকরনের জন্য প্রধানমন্ত্রী ও মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের কাছে দাবি জানিয়েছেন।

১৯৭১ সালের ৭ ডিসেম্বর টপ নিউজ পুলিশ কনস্টেবল মো. শাহ আলম শরীফ মুক্তিযুদ্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর