পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল বন্ধ
৭ ডিসেম্বর ২০২০ ০৮:৫৪ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২০ ১৩:২১
মানিকগঞ্জ: ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে রোববার (৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
এদিকে, মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে নোঙর করে রাখা হয়েছে সাতটি ফেরি। ফেরি পারাপার বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটে প্রায় চারশতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।
এ ব্যাপারে বিআইডব্লিউটিসি আরিচা অফিসের ম্যানেজার মহিউদ্দিন রাসেল সারাবাংলাকে জানান, রোববার (৬ ডিসেম্বর) দিবাগত রাত ১০টার পর থেকে থেকে পদ্মা নদী কুয়াশার আবরণে ঢাকতে থাকে। রাত সাড়ে ১২টার দিকে কুয়াশার প্রকোপ আরও বেড়ে যায়। নৌ দূর্ঘটনা এড়াতে ফেরি পারাপার বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।