Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটিতে উপজেলা চেয়ারম্যানের দেহরক্ষীকে গুলি করে হত্যা


৬ ডিসেম্বর ২০২০ ১৪:৫৯ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২০ ০৩:১০

রাঙ্গামাটি: রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যানের ব্যক্তিগত দেহরক্ষী ধীমান চাকমাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ধীমান চাকমা ছুটিতে বাঘাইছড়ির নিজ বাড়িতে গিয়েছিলেন।

রোববার (৬ ডিসেম্বর) ভোরে জেলার বাঘাইছড়ি উপজেলায় তিনি হত্যাকাণ্ডের শিকার হন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ধীমান চাকমা নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রগতি চাকমার দেহরক্ষী হিসেবে কাজ করতেন। শনিবার সন্ধ্যায় তিনি ছুটিতে বাড়িতে যান। রাতে তিনি বাড়িতে ঘুমিয়ে ছিলেন। এসময় একদল সশস্ত্র সন্ত্রাসী বাড়ি এসে গুলি করে তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

স্থানীয়রা জানিয়েছেন, বছরখানেক আগে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি (জেএসএস) থেকে পদত্যাগ করে জনসংহতি সমিতি (এমএনলারমা) দলে যোগ দিয়েছিলেন ধীমান। সে কারণে হত্যার শিকার হতে পারেন বলে ধারণা অনেকের।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উদ্দিন বলেন, ‘আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি। নিহত ব্যক্তি জেএসএস (এমএনলারমা) দলের সদস্য বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে কারা এই ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।’

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা অভিযোগ করে বলেন, ‘ভোরে রূপকারী ইউনিয়নের পাকুজ্জ্যাছড়ি নামক এলাকায় সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসের একদল সশস্ত্র সন্ত্রাসী ধীমান চাকমার বাসা থেকে তাকে ডেকে নিয়ে গুলি করে পালিয়ে যায়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ঘটনায় সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানাই।’

বিজ্ঞাপন

তবে অভিযোগ অস্বীকার করে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) বাঘাইছড়ি উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সদস্য ত্রিদীপ চাকমা বলেন, ‘আমাদের দলে কোনো সন্ত্রাসী কার্যকলাপ নেই। এটি তাদের দলীয় কোন্দলের কারণেও ঘটতে পারে। আমরা পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের জন্য কাজ করছি।’

এর আগে, গত ২০১৮ সালের ৩ মে উপজেলা পরিষদ কার্যালয়ে যাওয়ার নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পার্বত্য জনসংহতি সমিতির (এমএনলারমা) কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্ত। বর্তমান উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমাও নিরাপত্তার কারণে বাসায় থেকে সব দাফতরিক কাজ করে থাকেন।

উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যানের দেহরক্ষী দেহরক্ষী ধীমান চাকমা নানিয়ারচর প্রগতি চাকমা