Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ


৬ ডিসেম্বর ২০২০ ১৭:৫৮

ঢাকা: কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করছেন সুপ্রিম কোর্টের সাধারণ আইনজীবীরা।

রোববার (৬ ডিসেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনের চত্বরে এ কর্মসূচি পালন করেছেন শতাধিক আইনজীবী।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক মো. মোমতাজ উদ্দীন আহমেদ মেহেদি, বাংলাদেশ আওয়ামী যুবলীগের আইন বিষয়ক সম্পাদক সৈয়দ সায়েদুল হক সুমন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বি এম আবদুর রহমান রাফেল, এ কে এম তোহিদুর রহমান, জগলুল কবির, মাহফুজুর রহমান লিখনসহ অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাষণ ভাঙচুরের ঘটনাটি অত্যন্ত জঘন্য এবং ন্যাক্কারজনক ঘটনা। বঙ্গবন্ধু, বাংলাদেশ ও স্বাধীনতা; এক এবং অভিন্ন। পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশ তেমন: পাকিস্তান কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ, তুরস্কে কামাল আতার্তুকসহ বিভিন্ন মুসলিম দেশে ভাস্কর্য রয়েছে। সেসব দেশে কিছু হয় না। আমাদের দেশে একদল বিশৃঙ্খলা সৃষ্টিকারী এসব কর্মকাণ্ড করে বেড়াচ্ছে। অবিলম্বে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

মানববন্ধনের পর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল বের করে সাধারণ আইনজীবীরা

এর আগে বঙ্গবন্ধুর ভাস্কর্যসহ দেশের সব ভাস্কর্য রক্ষায় হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী উত্তম লাহিড়ীর পক্ষে আইনজীবী এ বি এম শাহজাহান আকন্দ এই রিট দায়ের করেন।

বিজ্ঞাপন

গত শুক্রবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতের আঁধারে কুষ্টিয়া শহরের ব্যস্ততম পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর ওই ভাস্কর্যের ডান হাত, পুরো মুখমণ্ডল ও বাঁ হাতের অংশ বিশেষ ভেঙে ফেলে দুর্বৃত্তরা।

প্রতিবাদ ভাস্কর্য

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর