Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেরপুরের শ্রীবরদী উপজেলা মুক্ত হয়েছিল আজ


৬ ডিসেম্বর ২০২০ ১৬:১৮

শেরপুর: আজ ৬ ডিসেম্বর। শেরপুরের শ্রীবরদী উপজেলা মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধ চলাকালে মিত্র বাহিনীর তীব্র আক্রমণে টিকতে না পেরে পাক হানাদার বাহিনী ও তাদের দোসররা শ্রীবরদী ছাড়তে বাধ্য হয়।

৪ ডিসেম্বর ধানুয়া কামালপুর মিত্র বাহিনীর আক্রমণে হেরে পাক হানাদার বাহিনীর সদস্যরা শ্রীবরদীর দিকে অবস্থান নিলে ১১নং সেক্টরের কর্নেল আবু তাহেরের নেতৃত্বে মিত্র বাহিনী প্রবল আক্রমণ করে।

বিজ্ঞাপন

মুক্তিযুদ্ধকালে পাক হানাদার বাহিনী শ্রীবরদী, ভায়াডাঙ্গা, ঝগড়ার চর ও কুরুয়াতে ক্যাম্প করে। মিত্র বাহিনীর আক্রমণে ক্যাম্প ছেড়ে পাক হানাদার বাহিনী ৬ ডিসেম্বর ভোরে শ্রীবরদীর লংগরপাড়া হয়ে শেরপুরের দিকে পিছু হটে। ওইদিনই তারা জামালপুরে অবস্থান নেয়। ৬ ডিসেম্বর ভোরেই শ্রীবরদী সদর ইউনিয়নের আবুয়ারপাড়া গ্রামে গাছের ডালে বীরপ্রতীক জহুরুল হক মুন্সি ও মুক্তিযোদ্ধা আব্দুর রেজ্জাক বিজয়ের পতাকা উত্তোলন করেন।

সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম জানান, যুদ্ধকালীন সময় কাঁটাখালি, ফুলকারচর, তেনাচুড়া, টিকরকান্দি, রাঙাজানসহ বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড যুদ্ধ হয়েছে। পাকসেনারা এখানকার অনেক বাড়ি ঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও আগুনে পুড়িয়ে দিয়েছে। ধর্ষণের শিকার হয়েছে অনেক নারী।

শ্রীবরদী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হামিদুর রহমান বলেন, ‘স্বাধীনতাযুদ্ধে এ দিন ছিল শ্রীবরদীর জন্যে বিজয়ের দিন। আমাদের শহীদদের কবরস্থান সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং তা দ্রুত বাস্তবায়ন হবে।’

পাক হানাদার বাহিনী মুক্ত দিবস শ্রীবরদী

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর