গাছে মোটরসাইকেলের ধাক্কা, ছিটকে গিয়ে ৩ জনের মৃত্যু
৬ ডিসেম্বর ২০২০ ১৫:১৭ | আপডেট: ৬ ডিসেম্বর ২০২০ ১৭:২৭
নাটোর: নাটোরের লালপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগায় ৩ যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাতে উপজেলার দুয়ারিয়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সজিব (১৯), সোহান (১৯) ও ফয়সাল (২০)।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে দয়ারিয়া-কাশিমপুর সড়কে ফাঁকা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় তিন আরোহী ঘটনাস্থলেই নিহত হন।
সকালে রাস্তার পাশে মরদেহসহ মোটরসাইকেল পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরের কোনো এক সময় উপজেলার দুয়ারিয়া মোড় এলাকায় রাস্তার পাশে একটি ধানের খেতে নিহত তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখে প্রত্যক্ষদর্শীরা পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে পাঠায়।