Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদকসহ গ্রেফতার স্প্যানিশ নাগরিক চিয়াসকে মুক্তি


৬ ডিসেম্বর ২০২০ ১৫:১৪

ঢাকা: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন কেজি কোকেনসহ গ্রেফতার স্প্যানিশ নাগরিক চিয়াস এসপিজো জুলিয়ানকে (৫২) মুক্তির আদেশ দিয়েছেন আদালত। ওই কোকেনের বাজার মূল্য প্রায় অর্ধশত কোটি টাকার সমমান।

রোববার (৬ ডিসেম্বর) শুনানি শেষে ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক তেহসিন ইফতেখার এ আদেশ দেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় মামলাটি পরিচালনা না করার সিদ্ধান্ত নেওয়ায় আদালত এ সিদ্ধান্ত নেন।

বিজ্ঞাপন

জানা যায়, ২০১৫ সালের স্পেনের ওই নাগরিককে মাদকসহ গ্রেফতার করা হয়। ওই ঘটনায় তার বিরুদ্ধে ১৯৯১ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ধারায় একটি মামলা দায়ের করা হয়।

এদিকে আসামিপক্ষের আইনজীবী এইচএম মাসুম জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় মামলাটি পরিচালনা করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। তাই আদালত এই মামলা থেকে তাকে রিলিজ দেওয়ার আদেশ দিয়েছেন। তাকে আসামিপক্ষের আইনজীবী ও স্প্যানিশ দূতাবাসের একজন কর্মকর্তাকে কারাফটক থেকে বুঝে নিতে বলা হয়েছে।

মাদকসহ গ্রেফতার মুক্তি স্প্যানিশ নাগরিক

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর