Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বরিশালে আওয়ামী লীগের বিক্ষোভ


৬ ডিসেম্বর ২০২০ ১৩:১১

বরিশাল: জাতির জনক শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা ও নগর আওয়ামী লীগ।

শনিবার (৬ ডিসেম্বর) বেলা ১১টায় আওয়ামী লীগ দলীয় কার্যালয় থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। এ সময় নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে আসা আওয়ামী লীগ নেতা-কর্মীদের উপস্থিতিতে বরিশাল নগরীতে বিশাল জনসমাগম হয়।

দলীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুচ বলেন, ‘১৯৭০ সালের নির্বাচনেও এই মৌলবাদী চক্র জামায়াত ইসলাম ও তাদের সহযোগীরা ইসলামের দোহাই দিয়ে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল। সেই জামায়াত আর ধর্মন্ধগোষ্ঠি ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে। শেখ হাসিনার বাংলায় স্বাধীনতা বিরোধীদের কর্মকাণ্ডের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। জাতির জনকের ভাস্কর্য এদেশে হবেই, তাতে কেউ বাঁধার সৃষ্টি করলে তাৎক্ষণিক প্রতিহত করা হবে।’

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীরসহ ত্রিশ ওয়ার্ডের নেতা-কর্মীরা। এসময় মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

বরিশাল ভাস্কর্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর