করোনা টিকা নিচ্ছেন রানি এলিজাবেথ
৬ ডিসেম্বর ২০২০ ১২:৪০ | আপডেট: ৬ ডিসেম্বর ২০২০ ১৪:৩৪
আগামী সপ্তাহের মধ্যেই ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনা টিকা শরীরে নেবেন। খবর এএফপি।
৯৪ বছর বয়সী রানি এবং তার স্বামী ৯৯ বছর বয়সী প্রিন্স ফিলিপ তাদের বয়স বিচারে এবং প্রচলিত চিকিৎসা নিতে না পারার কারনে আগাম স্বাস্থ্য সুরক্ষার জন্য এই ভ্যাকসিন নিতে যাচ্ছেন।
ব্রিটিশ কয়েকটি সংবাদপত্রের খবরে বলা হয়েছে, ভ্যাকসিনবিরোধীরা জনগণকে টিকা নিতে নিরুৎসাহিত করতে পারে এমন আশঙ্কার মধ্যে তাদেরকে উৎসাহিত করতে ব্রিটেনের রাজ পরিবারের সিনিয়ররা এই টিকা নিতে যাচ্ছেন।
এর আগে, বুধবার (২ ডিসেম্বর) ব্রিটেন ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন দিয়েছে। পাশাপাশি, স্বাস্থ্যসেবাকর্মী এবং স্বাস্থ্যঝুঁকি রয়েছে এমন লোকদের ভ্যাকসিন গ্রহনে অগ্রাধিকার নির্ধারণ করেছে ব্রিটিশ সরকার।
সেই হিসাবে বৃদ্ধাশ্রমে থাকা জনগোষ্ঠী, তাদের সেবাদানকারীদের প্রথমে এই টিকা দেওয়া হবে। এরপরেই ৮০ বছরের অধিক বয়স্ক এবং সম্মুখসারির স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়া হবে।
প্রসঙ্গত, ব্রিটেন ফাইজারের কাছে চার কোটি ডোজ ভ্যাকসিনের অর্ডার দিয়ে রেখেছে। ফাইজার প্রাথমিকভাবে আট লাখ ডোজ সরবরাহ করতে পারবে বলে জানিয়েছে, আগামী সপ্তাহ থেকেই ব্রিটেনে করোনা টিকাদান কার্যক্রম শুরু হবে।