ভারতে টিকা চালুর আবেদন করেছে ফাইজার
৬ ডিসেম্বর ২০২০ ১১:১৬ | আপডেট: ৬ ডিসেম্বর ২০২০ ১৩:৩৬
ভারতে প্রথমবারের মত করোনা টিকা ব্যবহারের জরুরি অনুমোদন চেয়ে আবেদন করেছে ফাইজার করপোরেশন। খবর রয়টার্স।
রোবাবার (৫ ডিসেম্বর) ভারতের গণমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।
সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রভিত্তিক এই ওষুধ প্রস্তুতকারক সংস্থা তাদের করোনা টিকা ভারতে ব্যবহারের অনুমোদন চেয়ে দেশটির ড্রাগস কন্ট্রোলার জেনারেলের (ডিসিজিআই) দফতরে আবেদন করেছে।
তবে, এ ব্যাপারে ভারতের সরকারি কর্তৃপক্ষের তরফ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে, প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য ফাইজার এবং বায়োএনটেকের উদ্ভাবিত এই করোনা টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছিল।
এদিকে, ভারতের সরকারি কর্মকর্তারা আগেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন যে, স্থানীয়ভাবে উৎপাদিত করোনা টিকার দিকেই তারা বেশি গুরুত্ব আরোপ করছেন। সেক্ষেত্রে, ফাইজারের করোনা টিকাকে তারা অতটা গুরুত্ব দিয়ে দেখছেন না – বলে জানিয়েছেন বিশ্লেষকরা।
অন্যদিকে, ফাইজারের করোনা টিকা -৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে ভারতের অধিকাংশ কোল্ড স্টোরেজের এমন সুবিধা নেই বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।
প্রসঙ্গত, করোনা আক্রান্তের বৈশ্বিক তালিকায় ভারত রয়েছে দুই নম্বরে। দেশটিতে করোনা আক্রান্ত হয়েছেন ৯০ লাখ ৫৭ হাজার মানুষ এবং মৃত্যু হয়েছে এক লাখ ৪০ হাজার জনের।