Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীমঙ্গলে স্ত্রী হত্যার অভিযোগে সাংবাদিক গ্রেফতার


৫ ডিসেম্বর ২০২০ ১৯:২৭

মৌলভীবাজার: শ্রীমঙ্গলে স্ত্রীকে নির্যাতন করে হত্যার অভিযোগে সাংবাদিক অনুজ কান্তি দাশকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। শহরের পূর্বাশা আবাসিক এলাকার নরেশ চন্দ্র দাশের ছেলে গ্রেফতারকৃত অনুজ কান্তি দাশ দৈনিক ইত্তেফাক পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

শ্রীমঙ্গল থানা সূত্রে জানা গেছে, গত ২৮ নভেম্বর অনুজ কান্তি দাশের স্ত্রী অনিতা রানী দাশকে অসুস্থ অবস্থায় সিলেটের রাগিব রাবেয়া হাসপাতালে ভর্তি করানো হয়। তার অবস্থার অবনতি হলে সেখানে একইদিন আইসিউতে ভর্তি করা হয়। পরদিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় গত ৪ ডিসেম্বর অনিতা রাণীর পরিবার থেকে তাকে নির্যাতন করে হত্যার অভিযোগ করা হয়। নিহতের বাবা দিলীপ দাশ বাদী হয়ে অনুজ কান্তি দাশকে প্রধান আমাসী করে শ্রীমঙ্গল থানায় হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলায় অনুজের মা পূরবী রাণী দাস (৬৫) ও বাবা নরেশ চন্দ্র দাশকে (৭০) আসামি করা হয়।

অনিতার বাবা মামলায় অভিযোগ করেন, গত ২৮ নভেম্বর তার মেয়েকে নির্যাতন করে প্রথমে শহরের একটি ক্লিনিকে এবং পরে সিলেটের রাগিব রাবেয়া হাসপাতালে ভর্তি করানো হয়। পরদিন অনিতা আইউসিতে থাকা অবস্থায় মারা যায়।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক সারাবাংলাকে বলেন, ‘নিহত অনিতার বাবার অভিযোগ ও প্রাথমিক সাক্ষ্যপ্রমাণে মামলার প্রধান আসামি অনুজ কান্তিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

গ্রেফতার শ্রীমঙ্গল সাংবাদিক স্ত্রীকে নির্যাতন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর