Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদেশি পিস্তল-গুলিসহ সন্ত্রাসী সেবা ও তার সহযোগী গ্রেফতার


৫ ডিসেম্বর ২০২০ ১৭:৫৬ | আপডেট: ৫ ডিসেম্বর ২০২০ ১৭:৫৯

জয়পুরহাট: জেলায় বিদেশি পিস্তল, গুলি-ম্যাগাজিনসহ শীর্ষ সন্ত্রাসী সেবা কুমার দাস ও তার সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ এর সদস্যরা। শনিবার (৫ ডিসেম্বর) ভোর রাতে জয়পুরহাট শহরের শান্তিনগর এলাকা থেকে ১টি বিদেশি পিস্তল ৫ রাউন্ড গুলি, ১ টি ম্যাগাজিনসহ তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- জয়পুরহাট পৌর শহরের সাহেবপাড়া মহল্লার স্বপন কুমার দাসের ছেলে সেবা কুমার দাস (৩৫) ও তার সহযোগী বুলুপাড়া মহল্লার বেলাল হোসেনের ছেলে রাব্বী হাসান (২৪)।

বিজ্ঞাপন

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, গ্রেফতার হওয়া সেবা কুমার দাস সন্ত্রাসী গ্রুপ ‘কাঁদামাটি’র সক্রিয় সদস্য। সন্ত্রাসী কাজের উদ্দেশে সহযোগীদের নিয়ে সে শহরের শান্তিনগর এলাকায় অবস্থান করছে- এমন গোপন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। এসময় পিস্তল, গুলি-ম্যাগাজিনসহ তাদের গ্রেফতার করা হয়।

এছাড়াও ঘটনাস্থল থেকে মাদক সেবনের সরঞ্জামও জব্দ করা হয়েছে। সেবা কুমার দাসের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ছিনতাই অস্ত্রসহ প্রায় ১০টি মামলা রয়েছে।

গ্রেফতার বিদেশি পিস্তল শীর্ষ সন্ত্রাসী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর