Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোপিবাগে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু


৫ ডিসেম্বর ২০২০ ১৭:১২

ঢাকা: রাজধানীর গোপিবাগে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে জাবেদ হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই ভবনে স্যানেটারি মিস্ত্রি হিসেবে কাজ করছিলেন।

শনিবার (৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সকাল ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মৃত জাবেদ কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার আমাউল্লাহর ছেলে। বর্তমানে যাত্রাবাড়ি মানিকনগর এলাকায় থাকতেন।

জাবেদের সহকর্মী সবুজ জানান, তারা মতিঝিলের গোপিবাগে একটি নির্মাণাধীন সাত তলা ভবনে কাজ করছিল। জাবেদ সেখানে সেনেটারির কাজ করতো। সকাল থেকে নিচতলায় পানির হাউজের মোটরে পানি উঠছিল না। জাবেদ রিজার্ভ ট্যাংকিতে নেমে মোটরে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু স্যানেটারি মিস্ত্রি

বিজ্ঞাপন

নতুন বছরে টেকনোর নজরকাড়া অফার
৯ জানুয়ারি ২০২৫ ১৮:১০

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর