Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চরে মাটিকাটায় বরিশালে ১৪ জনকে একবছর করে কারাদণ্ড


৪ ডিসেম্বর ২০২০ ২৩:৫৬

বরিশাল: জেলার হিজলা উপজেলা লাগোয়া মেঘনা নদী চরের মাটি অবৈধভাবে কেটে নেওয়ার অপরাধে ১৪ জনকে আটক করেছিলো প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার চর দুর্গাপুর লঞ্চঘাট এলাকা থেকে তাদের আটকের পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে একবছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বকুল চন্দ্র কবিরাজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কিছুদিন ধরে অসাধু চক্র হিজলা উপজেলাধীন নদীতে জেগে উঠা চরে অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছিল। গোপন সূত্রে তথ্য পেয়ে অভিযানের মাধ্যমে ১৪ জনকে আটক করা হয়। আটকদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী একবছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

চর দুর্গাপুর মেঘনা নদী লঞ্চঘাট

বিজ্ঞাপন

বিপিএলে ছক্কার রেকর্ড
৬ জানুয়ারি ২০২৫ ১৯:৪১

আরো

সম্পর্কিত খবর