‘পাকিস্তানকে গণহত্যার কথা স্মরণ করানোয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ’
৪ ডিসেম্বর ২০২০ ২২:৪৩ | আপডেট: ৪ ডিসেম্বর ২০২০ ২২:৪৭
ঢাকা: ১৯৭১ এর মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস গণহত্যার বিষয়টি পাকিস্তানের রাষ্ট্রদূতকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। শুক্রবার (৪ ডিসেম্বর) এক বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে এ ধন্যবাদ জানানো হয়।
বিবৃতিতে একইসঙ্গে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ’৭১-এর গণহত্যার জন্য পাকিস্তানি হাইকমান্ড এবং তাদের এ দেশীয় সহযোগী সংগঠনগুলোর বিচার দ্রুত শুরু করতে ফের সরকারের কাছে দাবিও জানানো হয়।
এতে বলা হয়, “৩ ডিসেম্বর পাকিস্তানের নবনিযুক্ত রাষ্ট্রদূত যখন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য বৈঠক করেন তখন তাকে প্রধানমন্ত্রী বলেছেন, ‘৭১-এর নৃশংসতা ভোলার নয়, এ ক্ষত চিরকাল থাকবে।’ বিজয়ের মাসে ১৯৭১-এ বাংলাদেশে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস গণহত্যার বিষয়টি পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান আহমেদ সিদ্দিকীকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমরা প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।”
পাকিস্তানের নৃশংসতার ক্ষত চিরদিন রয়ে যাবে: প্রধানমন্ত্রী
গত ২৯ বছর ধরে আমরা ৭১-এর গণহত্যাকারীদের বিচার এবং ধর্মের নামে পাকিস্তানপ্রেমী জামায়াতে ইসলামী গংদের গণহত্যা ও সন্ত্রাসের রাজনীতি নিষিদ্ধকরণের আন্দোলন করছি। আমরা পাকিস্তানকে আবারও স্মরণ করিয়ে দিতে চাই, যতক্ষণ পর্যন্ত পাকিস্তান ’৭১-এর গণহত্যার জন্য সরকারিভাবে ক্ষমা না চাইবে, গণহত্যার জন্য দায়ী সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিচার না করবে কিংবা বিচারের জন্য বাংলাদেশের কাছে সোপর্দ না করবে এবং যতক্ষণ পর্যন্ত আমাদের প্রাপ্য সম্পদ বুঝিয়ে না দেবে ততক্ষণ পর্যন্ত পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হতে পারে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে স্বাক্ষর করেন- বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী, বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম, বিচারপতি শামসুল হুদা, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, লেখক সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী, অধ্যাপক অনুপম সেন, কথাশিল্পী হাসান আজিজুল হক, শিল্পী হাশেম খান, শিল্পী রফিকুননবী, অধ্যাপিকা পান্না কায়সার, অধ্যাপিকা মাহফুজা খানম, ক্যাপ্টেন আলমগীর সাত্তার বীরপ্রতীক, ক্যাপ্টেন সাহাবউদ্দিন আহমেদ (বীরউত্তম), ক্যাপ্টেন আকরাম আহমেদ (বীরউত্তম), মেজর জেনারেল মোহাম্মদ আবদুর রশীদ (অব.), ডা. আমজাদ হোসেন, ড. নূরন নবী, লেখক সাংবাদিক শাহরিয়ার কবির, অধ্যাপক মুনতাসীর মামুন, শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, শহীদজায়া সালমা হকসহ আরও অনেকে।
ধন্যবাদ নৃশংস গণহত্যা পাকিস্তানি পাকিস্তানের রাষ্ট্রদূত শেখ হাসিনা