Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাগজের বাক্সে নবজাতকের কান্না


৪ ডিসেম্বর ২০২০ ২১:৪৩ | আপডেট: ৪ ডিসেম্বর ২০২০ ২২:৪৩

সুনামগঞ্জ: জেলার ধর্মপাশা উপজেলায় সেতুর ওপর কাগজের বাক্সের ভেতরে রাখা এক নবজাতক (ছেলে) উদ্ধার করা হয়েছে। গভীর রাতে কান্না শুনে স্থানীয় এক নারী শিশুটি উদ্ধার করেন।

শুক্রবার (৪ ডিসেম্বর) খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে হামিদপুর গ্রামের আব্দুল গফুরের স্ত্রী আছিয়া খাতুন বাড়িসংলগ্ন চৌরাস্তা সেতুর ওপরে নবজাতক শিশুটির কান্না শুনতে পান। পরে সেখানে গিয়ে দেখেন কাগজের বাক্সের ভেতর থেকে কান্নার আওয়াজ আসছে। পরে তিনি বাক্সের ঢাকনা খুলে দেখেন একটি নবজাতক ছেলে সন্তান ভেতরে আছে। এসময় তিনি শিশুটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

বিজ্ঞাপন

পরে স্থানীয় চিকিৎসকের মাধ্যমে শিশুটিকে চিকিৎসা দেওয়া হয়। শিশুটি সুস্থ রয়েছে। খবর পেয়ে মধ্যনগর থানা পুলিশ ও উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে যান।

উপজেলা সমাজসেবা অফিসার মো. গিয়াস উদ্দিন জানান, নবজাতক উদ্ধারের খবর পেয়ে সেখানে অফিস থেকে লোক পাঠানো হয়েছে। মানবিকতার কথা ভেবে বাচ্চাটিকে ওই গ্রামের আজাদ মিয়া ও রুমা খাতুন দম্পতির কাছে রাখা হয়েছে।

কাগজের বাক্স টপ নিউজ নবজাতক শিশু উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর