Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাদেশে সড়ক দুর্ঘটনায় ২০ জনের মৃত্যু


৪ ডিসেম্বর ২০২০ ২০:৫১ | আপডেট: ৪ ডিসেম্বর ২০২০ ২০:৫৪

দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছেন। এর মধ্যে মানিকগঞ্জে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ একই পরিবারে ৬ সদস্যসহ ৭ জন এবং টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসে ট্রাকের ধাক্কায় ছয় জনের মৃত্যু হয়।

এছাড়া মাগুরায় তিন জন, বগুড়ায় এক শিশু, নেত্রকোণায় ট্রাক চালক ও রাজধানী ঢাকায় দুই জন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার (৪ ডিসেম্বর) বিভিন্ন সময়ে এসব দুর্ঘটনা ঘটে। বিভিন্ন জেলা থেকে সারাবাংলা’র ডিস্ট্রিক্ট করেনপন্ডেন্টদের পাঠানো প্রতিবেদন—

বিজ্ঞাপন

মানিকগঞ্জ: জেলার দৌলতপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই ছয় জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন আরও একজন। নিহত সাত জনের মধ্যে ছয় জন একই পরিবারের সদস্য।

শুক্রবার (৪ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার চকমিরপুর ইউনিয়নের মুলকান্দি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হাসমত উল্লাহ সারাবাংলাকে বলেন, মুলকান্দি এলাকায় বাস ও অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে সাত জন নিহত হয়েছেন।

টাঙ্গাইল: মির্জাপুর উপজেলার কুরনি এলাকার রাস্তায় থেমে থাকা একটি যাত্রীবাহী বাসে ট্রাকের ধাক্কায় ছয় জনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও পাঁচ জন। শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সারাবাংলাকে জানান, রংপুর থেকে ছেড়ে আসা সেবা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস মির্জাপুর উপজেলার কুরনি এলাকায় বিকল হয়ে পড়ে। মেরামতের জন্য রাস্তার পাশে দাঁড় করানো অবস্থায় ঢাকাগামী সবজিভর্তি একটি ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও দুই জন।

বিজ্ঞাপন

মাগুরা: জেলার ঠাকুরবাড়ী এলাকায় ট্রাকের ধাক্কায় দুই গৃহবধূ ও রাজাপুরে ইজিবাইকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ ডিসেম্বর) দুপুর ও বিকালে এসব দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা সদরের রামনগর ঠাকুরবাড়ী এলাকায় একটি সবজিবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ২ গৃহবধুকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।


অন্যদিকে, মহম্মদপুর উপজেলার নড়াইল-রাজাপুর সড়কের রাজপুর বাজার এলাকায় ইজিবাইকের ধাক্কায় আহাদ আলী নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে।

ঢাকা: রাজধানীর মতিঝিল ও যাত্রাবাড়ীতে পৃথক দুই দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। এর মধ্যে মতিঝিলে একটি বাসের ধাক্কায় সিএনজির যাত্রী এক শিশু এবং যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালক এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।

শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল ৮টায় মতিঝিলের বক চত্বরে ও সকাল ১০টায় যাত্রাবাড়ীর মানিকদিয়া এলাকায় দুর্ঘটনা দু’টি সংঘটিত হয়।

মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান সারাবাংলাকে বলেন, ‘মতিঝিল বক চত্বর জনতা ব্যাংকের সামনে আল মক্কা পরিবহনের বাস সিএনজিকে ধাক্কা দিলে সিএনজিচালকসহ সিএনজিতে থাকা সবাই আহত হন। তাদের মধ্যে একটি শিশু মারা গেছে।’

আর সকাল ১০টার দিকে যাত্রাবাড়ী মানিকদিয়া এলাকায় একটি মোটরসাইকেলকে ট্রাক ধাক্কা দিলে মোটরসাইকেলের চালক ও আরোহী দুই বন্ধু আহত হন। তাদের ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে ইফতিখার ইফতিকে (১৮) মৃত ঘোষণা করেন চিকিৎসক। তার বন্ধু অনন্ত বড়ুয়া (১৮) হাসপাতালে চিকিৎসাধীন।

বগুড়া: জেলার নন্দীগ্রামে সড়কে ধান বোঝাই অটোভ্যানের ধাক্কায় জাহিদ (৪) নামের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (৪ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার বেলঘরিয়া গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিশুটি ওই গ্রামের ফারুক হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আজিজুর রহমান।

নেত্রকোনা: জেলার দুর্গাপুরে ঘন কুয়াশায় বালুবাহী ট্রাক উল্টে চালক জাহাঙ্গীরের (২০) মৃত্যু হয়েছে। নিহত চালক সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার লাউরাগর ইউনিয়নের লাকমা গ্রামের জামাল মিয়ার ছেলে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনুর এ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘন কুয়াশায় অতিরিক্ত বালুবোঝাই ট্রাকটি উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন:
থেমে থাকা বাসে ট্রাকের ধাক্কা, মৃত ৬
মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
দৌলতপুরে বাস-অটোরিকশা মুখোমুখি, নিহত ৭
মতিঝিলে শিশু, যাত্রাবাড়ীতে শিক্ষার্থীর প্রাণ গেল দুর্ঘটনায়

২০ জন নিহত টপ নিউজ ট্রাকের ধাক্কা সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর