মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
৪ ডিসেম্বর ২০২০ ১৯:১০ | আপডেট: ৪ ডিসেম্বর ২০২০ ১৯:১১
মাগুরা: জেলার ঠাকুরবাড়ী এলাকায় ট্রাকের ধাক্কায় দুই গৃহবধূ ও রাজাপুরে ইজিবাইকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ ডিসেম্বর) দুপুর ও বিকালে এসব দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা সদরের রামনগর ঠাকুরবাড়ী এলাকায় একটি সবজিবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ২ গৃহবধুকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্বর্ণলতা নিহত হয়। অপর গৃহবধূ সাথী মজুমদারকে গুরুতর আহত অবস্থায় মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করে। ঢাকায় নেওয়ার পথে সাথী মজুমদার মারা যান।
অন্যদিকে, মহম্মদপুর উপজেলার নড়াইল-রাজাপুর সড়কের রাজপুর বাজার এলাকায় ইজিবাইকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আহাদ আলী নামে এক পল্লী চিকিৎসক আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সদস্য সিরাজ জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক দু’টি মামলার প্রস্তুতি চলছে।