Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু


৪ ডিসেম্বর ২০২০ ১৫:৫৭

লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ ডিসেম্বর) লালমনিরহাট বুড়িমারী রেল রুটের কালীগঞ্জ উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী রহিদুল ইসলাম এমরান (২৫) উপজেলার দলগ্রাম ইউনিয়নের সাদেকুল ইসলাম রইসুলের ছেলে। তবে মানসিক ভারসাম্যহীন আরেক ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী লোকাল ট্রেনটি সকালে কাকিনা স্টেশন অতিক্রম করে লালমনিরহাট বুড়িমারী মহাসড়ক ক্রসিং করার সময় একজন মানসিক প্রতিবন্ধী পথচারী ট্রেনে কাটা পড়ে মারা যান। ওই ট্রেনটি লালমনিরহাট অভিমুখে একই এলাকার কাকিনা স্টেশন অতিক্রম করে শান্তিগঞ্জ বাজারের রেল ক্রসিংয়ে মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিলে তিনি ছিটকে ট্রেনের নিচে চাপা পড়ে মারা যান।

স্থানীয়রা দাবি করে বলেন, দীর্ঘদিন থেকে কাকিনা রেল ক্রসিংয়ে গেটম্যান না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি লালমনিরহাট রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।

কালীগঞ্জ টপ নিউজ ট্রেনে কাটা পড়ে মৃত্যু লালমনিরহাট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর