Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনসম্মুখে করোনা টিকা নেবেন ৩ প্রেসিডেন্ট


৪ ডিসেম্বর ২০২০ ০৭:২৮ | আপডেট: ৪ ডিসেম্বর ২০২০ ১২:২৮

নভেল করোনা ভাইরাসের প্রতিষেধক টিকা জনসম্মুখে শরীরে নেবেন যুক্তরাষ্ট্রের সাবেক তিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ এবং বারাক ওবামা।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) প্রেসিডেন্ট ক্লিনটন এবং বুশের ব্যাক্তিগত তথ্য কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে সিএনএন।

পাশাপাশি, বারাক ওবামা এক টেলিভিশন অনুষ্ঠানে হাজির হয়ে জনসম্মুখে করোনা টিকা শরীরে নেওয়ার কথা ঘোষণা দিয়েছেন।

সিএনএন জানাচ্ছে, করোনা টিকা নেওয়ার ব্যাপারে মার্কিন নাগরিকদের মধ্যে সচেতনতা তৈরি করার অংশ হিসেবে ক্যামেরার সামনে টিকা নেবেন ওই তিন মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে, যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি (এফডিএ) প্রথমে যে করোনা টিকা প্রয়োগের অনুমতি দেবে, সেই টিকাই শরীরে নেবেন তারা।

এ ব্যাপারে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. ফাউচি তাকে জানিয়েছেন করোনা টিকা নিরাপদ। তাই তিনি টিকা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান মডার্না ইতোমধ্যেই তাদের করোনা টিকা বাজারে আনার ব্যাপারে এফডিএ’র কাছে অনুমতি চেয়েছে।

প্রসঙ্গত, বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এ আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ইতোমধ্যে ই করোনা আক্রান্ত হয়েছেন এক কোটি ৪০ হাজার। মৃত্যু হয়েছে দুই লাখ ৭৪ হাজার মানুষের।

করোনা টিকা করোনা ভ্যাকসিন কোভিড-১৯ জর্জ ডব্লিউ বুশ নভেল করোনাভাইরাস বারাক ওবামা বিল ক্লিনটন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর