Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী আটক


৩ ডিসেম্বর ২০২০ ২৩:০৯ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২০ ২৩:১৩

জয়পুরহাট: জেলার সদর উপজেলার বেড়ইল গ্রামে স্বামীর নির্যাতনে সুবর্ণা সরকার নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকালে স্বামী হৃদয় সরকারকে পুলিশ আটক করেছে।

নিহত সুবর্ণা সরকার জয়পুরহাট সদর উপজেলার বেড়ইল গ্রামে হৃদয় সরকারের স্ত্রী। বুধবার রাতের কোন একসময়ে ওই গৃহবধূকে নির্যাতনের পর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।

পুলিশ জানায়, হৃদয় সরকার দীর্ঘদিন থেকে নেশায় আসক্ত ছিলেন। প্রায়ই সে তার স্ত্রী সুবর্ণা সরকারকে মারধর করতো। বুধবার রাতে ৯ মাসের শিশু কন্যা ও স্ত্রী সুবর্ণাকে নিয়ে হৃদয় নিজ কক্ষে শুয়ে পড়েন। পরে কলহের জেরে রাতের কোন একসময় নির্যাতনের পর হৃদয় তার স্ত্রীকে শ্বসরোধে হত্যা করে থাকতে পারে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান জানান, নিহতের গলায় দাগ রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

গৃহবধুর মৃত্যু স্বামীর নির্যাতন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর