করোনায় আক্রান্ত জোনায়েদ সাকি
৩ ডিসেম্বর ২০২০ ২০:১৮ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২০ ২০:২৭
ঢাকা: গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তবে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। চিকিৎসকের পরামর্শে বাসায় আইসোলেশনে আছেন তিনি।
করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়ে বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সংক্রমণ শনাক্ত হয়েছে তার। বৃহস্পতিবার সন্ধ্যায় জোনায়েদ সাকি নিজেই সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনাভাইরাসের উপসর্গ থাকায় গতকাল (বুধবার, ২ ডিসেম্বর) নমুনা পরীক্ষা করতে দিয়েছিলাম। আজ পজিটিভ রেজাল্ট এসেছে।
করোনায় আক্রান্ত হলেও শারীরিকভাবে সুস্থ আছেন জানিয়ে জোনায়েদ সাকি বলেন, চিকিৎসকের পরামর্শ নিয়ে বাসায় আইসোলেশনে থেকেই চিকিৎসা নিচ্ছি। শারীরিকভাবে ভালো আছি।
এদিকে, গণসংগহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য ও গার্মেন্টস শ্রমিক সংহতির সভা প্রধান তাসলিমা আক্তার লিমাও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনিও বাসায় আইসোলেশনে থেকেই চিকিৎসা নিচ্ছেন।
ফাইল ছবি