অভিযানে মিলল ছিনতাই হওয়া ২০২টি মোবাইল, গ্রেফতার ৮
৩ ডিসেম্বর ২০২০ ১৯:১৪ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২০ ১৯:১৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে পাঁচ মোবাইল ‘ছিনতাইকারীসহ’ আট জনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। বাকি তিনজন ছিনতাইকারীদের কাছ থেকে মোবাইল কিনে বিক্রি করেন বলে পুলিশ জানিয়েছে। তাদের কাছ থেকে ২০২টি মোবাইল সেট জব্দ করা হয়েছে, যার সবগুলোই ছিনতাই করা বলে দাবি পুলিশের।
গতকাল বুধবার (২ ডিসেম্বর) রাতে নগরীর চোরাই পণ্যের মার্কেট হিসেবে পরিচিত স্টেশন রোডের আশপাশের বিভিন্ন গলিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) পলাশ কান্তি নাথ।
গ্রেফতার আটজনের মধ্যে পুলিশ মোবাইল ছিনতাইকারী হিসেবে যাদের চিহ্নিত করেছে তারা হলো- ইয়াকুব হোসেন সাইমুন (১৯), রাজীব হোসেন (২৭), মো. সাজ্জাদ (২২), মিজানুর রহমান রাকিব (২০) ও মো. শাহাদাত (২২)।
ছিনতাই করা মোবাইল কেনাবেচার অপরাধে গ্রেফতার তিন জন হলো- ফজলুল করিম (৩৫), মো. শাহ আলম (৩০) ও মো. মহিউদ্দিন (২৭)।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন সারাবাংলাকে জানান, প্রথমে নগরীর পুরাতন রেলস্টেশন এলাকার বাগদাদ হোটেল গলি থেকে ফজলুল করিমকে ৭২টি এবং শাহ আলমকে ৯২টিসহ মোট ১৬৪টি মোবাইলসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তারা জানায়, ছিনতাইকারীদের কাছ থেকে এসব মোবাইল তারা কিনেছেন এবং সেগুলো বিক্রির জন্য নিজেদের হেফাজতে রেখেছেন।
এরপর ফজলুল ও শাহ আলমকে নিয়ে অভিযান চালিয়ে নতুন রেলস্টেশন সংলগ্ন পাবলিক টয়লেটের কাছে কাঠের টেবিলে মোবাইল সাজিয়ে রেখে বিক্রির সময় ২৯টি সেটসহ মহিউদ্দিনকে গ্রেফতার করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে রাতে স্টেশন রোড ও নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় পাঁচজনকে যারা মোবাইল ছিনতাইয়ে জড়িত বলে ওসি জানান।
ওসি মহসীন বলেন, ‘গ্রেফতার পাঁচ জনের কাছে তিনটি ছোরা এবং ছিনতাই করা কয়েকটি মোবাইল উদ্ধার করেছি। তারা বিভিন্ন কৌশলে মোবাইল ছিনতাই করে। বাসের মধ্যে পাঁচজন একসঙ্গে উঠে কৃত্রিম ভিড় তৈরি করে। ধাক্কাধাক্কির মধ্যে কেউ পাঞ্জাবি বা প্যান্টের পকেটে অথবা ব্যাগে হাত ঢুকিয়ে মোবাইল নিয়ে নেয়। আবার সন্ধ্যার পর বিভিন্ন মার্কেট-শপিংমলের সামনে অথবা ঢালু রাস্তায় তারা অবস্থান নেয়। রিকশায় অথবা হেঁটে বিশেষ করে নারী যাত্রী যাবার সময় ব্যাগ থেকে দ্রুততার সাথে মোবাইল নিয়ে পালিয়ে যায়। তাদের পকেটে ছোরা থাকে। নির্জন এলাকায় কাউকে একা পেলে ভয় দেখিয়েও ছিনতাই করে।’
ছিনতাইকারীদের পাশাপাশি ছিনতাই করা মোবাইল কেনাবেচায় জড়িত স্টেশন রোডের ১৪ জনের একটি তালিকা পাওয়ার কথাও জানিয়েছেন ওসি মহসীন।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) পলাশ কান্তি নাথ সারাবাংলাকে বলেন, ‘স্টেশন রোডের যারা মোবাইল ক্রেতা তারা এবং ছিনতাইকারীরা একই সংঘবদ্ধ চক্র। মোবাইল ক্রেতারা কিন্তু সাধারণ কারও কাছ থেকে নতুন-পুরাতন মোবাইল কিনে না। তারা শুধু চুরি-ছিনতাই করা মোবাইলই কিনে। আবার এসব মোবাইল বিক্রি করে সাধারণ মানুষের কাছে। সাধারণ লোকজন এসব মোবাইল কিনে প্রতারিত হন এবং আইনি ঝামেলায় পড়েন। এক্ষেত্রে সবার সচেতনতা দরকার।’