সিরাজগঞ্জে বাতিল হলো হেফাজত নেতা মামুনুলের ওয়াজ মাহফিল
৩ ডিসেম্বর ২০২০ ১৭:১৫ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২০ ১৭:১৬
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বাতিল করা হয়েছে খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের ওয়াজ মাহফিল। স্থানীয় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ ক্ষমতাসীন দল আওয়ামী লীগের আপত্তির কারণে আয়োজকরা এই সিদ্ধান্ত নিয়েছেন।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) আয়োজক মাদরাসার শিক্ষাসচিব মোহাম্মদ জাকারিয়া বলেন, ‘মামুনুল হক সাহেবের ওয়াজ মাহফিল ক্যানসেল হয়ে গেছে। উনি সিরাজগঞ্জে আসছেন না।’ আগামী ১৭ ডিসেম্বর সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার জামতৈল দারুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদরাসায় ওয়াজ মাহফিলে বক্তব্য দেওয়ার কথা ছিল মামুনুল হকের।
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মনোয়ারুল ইসলাম বিপুল বলেন, ‘সিরাজগঞ্জের সন্তান হিসেবে আমি মনে করেছি, আমাদের জেলায় মামুনুল হকের মতো উগ্র সাম্প্রদায়িক ব্যক্তির মাহফিল হতে পারে না। স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনার পর আমরা সিরাজগঞ্জ জেলা ও বেলকুচি উপজেলা কমিটিকে মামুনুল হকের বিরুদ্ধে কর্মসূচি দেওয়ার পরামর্শ দেই। আগামী শনিবার আমাদের মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি হওয়ার কথা ছিল। এরইমধ্যে আজ ওয়াজ মাহফিলের আয়োজকরা মামুনুল হককে মাহফিলে আসার জন্য নিষেধ করে দিয়েছেন।’
সিরাজগঞ্জ জেলা যুবলীগ সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল বলেন, ‘আমরা আয়োজক কমিটির সঙ্গে কথা বলেছি। যে ব্যক্তি বঙ্গবন্ধুর ভাস্কর্য বুড়িগঙ্গায় ফেলে দিতে চান তাকে সিরাজগঞ্জে মাহফিল করতে দেওয়া হবে না বলে আয়োজকদের জানিয়েছি। তারা পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত পরিবর্তন করেছেন।’
বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামাল আহমেদ বলেন, ‘আমরা সকালে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা মাদরাসা কমিটির সঙ্গে বসেছিলাম। মামুনুল হকের বিরুদ্ধে আমাদের তীব্র আপত্তির কথা তাদের জানিয়েছি। মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আমাদের সামনেই মামুনুল হককে ফোন দিয়ে মাহফিলে আসতে নিষেধ করেছেন।’
ওয়াজ মাহফিল খেলাফত মজলিস যুগ্ম মহাসচিব মামুনুল হক স্থানীয় যুবলীগ হেফাজতে ইসলাম