Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধনু নদীতে নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার, নৌযান চলাচল বাধা


৩ ডিসেম্বর ২০২০ ০৯:৪৫

নেত্রকোনা: একেরপর এক নৌ দুর্ঘটনার পরও নেত্রকোনার হাওর অঞ্চল খালিয়াজুরীর ধনু নদীতে অবৈধ ভীম জাল দিয়ে মাছ শিকার বন্ধ হচ্ছে না। সম্প্রতিকালে ভ্রাম্যমাণ আদালত কয়েক লাখ টাকার জাল জব্দ করে পুড়িয়ে দিলেও এ জালের ব্যবহার কমছে না। নদীতে এ জাল ফেলে মাছ ধরার ফলে তা নৌযান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

সরেজমিনে দেখা গেছে উপজেলার গাগলাজুর, চাকুয়া, মেন্দিপুর, খালিয়াজুরী সদর ও গাজীপুর ইউনিয়নের ধনু নদীর বিভিন্ন অংশে মৎস্যজীবীরা অবৈধভাবে অসংখ্য ভীম জাল দিয়ে মাছ শিকার করছেন। নদীর পাড় থেকে মাঝখান পর্যন্ত এ জাল ফেলে নদী-যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে।

বিজ্ঞাপন

এতে করে নৌ-পথে যাতায়াতকারী মালবাহী বাল্কহেড ও ছোট-বড় ইঞ্জিন চালিত নৌ-যানের স্বাভাবিক চলাচল বাধাগ্রস্থ হচ্ছে। বিভিন্ন সময় ইঞ্জিনচালিত নৌ-যানের পাখার সঙ্গে জড়িয়ে জাল ছিড়ে যাওয়া ঘটনা নিয়ে জালের মালিক পক্ষ ও নৌ-যানের লোকজনের মধ্যে তর্ক-বিতর্ক ও গন্ডগোল দেখা যায়। এ সময় মৎস্যজীবিদের সঙ্গে কথা বলতে চাইলেও তারা কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

এর মধ্যে গত নভেম্বর মাসেই খালিয়াজুরী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএইচএম আরিফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ১০ লাখ টাকার জাল জব্দ করে পুড়িয়ে দেন। তারপরও নদীতে নৌ-যান চলাচল স্বাভাবিক রাখতে বন্ধ করা যাচ্ছে না এ জালের ব্যবহার।

এ বিষয়ে ইউএনও এ এইচ এম আরিফুল ইসলাম বলেন, যখন ভ্রাম্যমাণ আদালত এক প্রান্ত থেকে অভিযান শুরু করে তখন অন্যপ্রান্তের সকলে সতর্ক হয়ে যায়। কাজের ব্যস্ততায় সব সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা যায় না। এর মধ্যেও অভিযান পরিচালনা করেছি। এ সপ্তাহে আরও অভিযান পরিচালিত হবে এবং তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

ভীম জাল মাছ শিকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর