Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৭৬ কোটি টাকায় ভারত থেকে ৫০ হাজার টন সিদ্ধ চাল কিনবে সরকার


২ ডিসেম্বর ২০২০ ২১:৩১ | আপডেট: ২ ডিসেম্বর ২০২০ ২১:৪৮

ফাইল ছবি

ঢাকা: আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ২০২০-২১ অর্থবছরের জন্য ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এই চাল কিনতে খরচ হবে ২ কোটি ৮ লাখ মার্কিন ডলার বা ১৭৬ কোটি ৩৮ লাখ ৪০ হাজার টাকা।

বুধবার (২ ডিসেম্বর) আইনমন্ত্রী আনিসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠকে এই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ্‌ মোস্তফা কামাল ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে তথ্য জানান।

বিজ্ঞাপন

অতিরিক্ত সচিব বলেন, আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে ২০২০-২১ অর্থবছরে ৫০ হাজার টন নন-বাশমতি সিদ্ধ চাল কেনার প্রস্তাবে সায় দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এর সুপারিশ করা দরদাতা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের এম এস পি কে এগ্রি লিংক প্রাইভেট লিমিটেড।

প্রকল্পের বিস্তারিত তুলে ধরে আবু সালেহ বলেন, ভারত থেকে এ চাল আসবে। প্রতি টন ৪১৬ মার্কিন ডলার দরে ৫০ হাজার টন চালের জন্য মোট খরচ হবে ২ কোটি ৮ লাখ মার্কিন ডলার বা ১৭৬ কোটি ৩৮ লাখ ৪০ হাজার টাকা। দেশের বন্দরে পৌঁছানো পর্যন্ত এ চালের খরচ পড়বে প্রতি কেজি ৩৫ টাকা ২৭ পয়সা।

অতিরিক্ত সচিব জানান, বৈঠকে ২০২০-২১ অর্থবছরে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে কাতারের মুনতাজ থেকে ৫৪ কোটি ৬৮ লাখ টাকায় ২৫ হাজার টন বাল্ক প্রিল্ড (অপশনাল) ইউরিয়া সার আমদানির অনুমোদনের প্রস্তাবে সায় দেওয়া হয়।

এছাড়া সভায় সৌদি আরবের মাদিন ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মধ্যে সই হওয়া চুক্তির আওতায় ৬ লাখ টন ডিএপি সার আমদানির ক্রয়প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সার কিনতে খরচ হবে ২ হাজার ৯৭ কোটি ৯৭ লাখ টাকা।

বিজ্ঞাপন

অনুমোদন ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি টপ নিউজ সিদ্ধ চাল সিদ্ধ চাল কেনার প্রস্তাব

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর