Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হুতিদের হাতে আটক ৫ বাংলাদেশি ভারত হয়ে দেশে ফিরবেন: প্রতিমন্ত্রী


২ ডিসেম্বর ২০২০ ১৭:১৫ | আপডেট: ২ ডিসেম্বর ২০২০ ২০:২১

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম [ফাইল ছবি]

ঢাকা: ইয়েমেনের সানায় ৯ মাসেরও বেশি সময় ধরে হুতিদের হাতে আটক পাঁচ বাংলাদেশি নাবিককে দেশে আনার প্রক্রিয়া চলমান রয়েছে। তারা আন্তর্জাতিক শরনার্থী সংস্থা (আইওম)-এর সহায়তায় ভারত হয়ে দেশে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

বুধবার (২ ডিসেম্বর) এক বার্তায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এই তথ্য জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ইয়েমেনের সানায় দীর্ঘদিন থেকে হুতিদের হাতে আটক হয়েছিলেন ওমানের একটি জাহাজ কোম্পানিতে কাজ করা বাংলাদেশি পাঁচ জন নাবিক। তাদের সঙ্গে ভারতীয় নাগরিকও আটক ছিলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ৯ মাস ধরে আটক থাকা অবস্থায়ই এক পর্যায়ে জাহাজ কোম্পানির মালিকের কাছ থেকে আংশিক মুক্তিপণ পাবার পরে তাদেরকে মোবাইল ফোন ব্যবহার করতে দেওয়া হয়। আটককৃতদের মধ্যে একজন মো. শাহরিয়ার আলমের সঙ্গে প্রথম যোগাযোগ করেন প্রায় দুমাস আগে।

তিনি আরও জানান, আমাদের ওমান ও কুয়েত দূতাবাস এবং জিবুতিতে অবস্থিত ভারতীয় দূতাবাসের গত দুই মাসের প্রচেষ্টায় আগামীকাল তারা এডেনে আসবেন। সেখান থেকে তারা আন্তর্জাতিক শরনার্থী সংস্থা (আইওম)-এর সহায়তায় ভারত হয়ে বাংলাদেশে পৌঁছাবেন বলে আশা করা যাচ্ছে।

টপ নিউজ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর