ব্রহ্মপুত্রে পাল্টা বাঁধ নির্মাণের ঘোষণা ভারতের
২ ডিসেম্বর ২০২০ ১৬:৪৫ | আপডেট: ২ ডিসেম্বর ২০২০ ১৬:৪৬
অরুণাচল রাজ্যে একটি জলবিদ্যুৎ কেন্দ্রের জন্য ব্রহ্মপুত্র নদে পাল্টা বাঁধ নির্মাণের ঘোষণা দিয়েছে ভারত। খবর আল জাজিরা।
মঙ্গলবার (১ ডিসেম্বর) ভারতের কেন্দ্রীয় পানি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা টিএস মেহরা এ তথ্য জানিয়েছেন।
এর আগে, চীনের স্বায়ত্তশাসিত তিব্বত অঞ্চলে একটি জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের লক্ষ্যে ব্রহ্মপুত্রের নিম্নস্রোতে বাঁধ নির্মাণ প্রকল্পের অনুমোদন দিয়েছিল চীন সরকার।
এদিকে, চীনে ইয়ারলুং জ্যাংবো নামে পরিচিত ব্রহ্মপুত্র নদ তিব্বত থেকে ভারতের অরুণাচল, আসাম রাজ্য হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। চীনের বাঁধ নির্মাণ পরিকল্পনা বাস্তবায়িত হলে ভারত এবং বাংলাদেশে হঠাৎ বন্যা এবং পানিশূণ্যতার মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন নদী বিশেষজ্ঞরা।
অন্যদিকে ভারতের পক্ষ থেকে বাঁধ নির্মাণের ব্যাপারে জানানো হয়েছে, ব্রহ্মপুত্র নদে চীনের বাঁধ নির্মাণ পরিকল্পনার জবাব দিতেই ভারত এই পরিকল্পনা গ্রহণ করছে। ভারতের এই প্রকল্প বাস্তবায়িত হলে প্রয়োজনীয় পানি জমা রাখতে পারবে দেশটি।
টিএস মেহরা আল জাজিরাকে জানিয়েছেন, ভারতের ওই বাঁধ নির্মাণ পরিকল্পনা এখন অনুমোদনের অপেক্ষায় সরকারের শীর্ষ পর্যায়ে রয়েছে।
ওদিকে, চীন তিব্বতে ৬০ গিগাওয়াট জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা করছে বলে চীনা প্রশাসনের শীর্ষ কর্মকর্তার বরাতে জানিয়েছে আল জাজিরা। সেখানে, ভারত অরুণাচলে পরিকল্পনা করছে ১০ গিগাওয়াট জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণের।
পাশাপাশি, ব্রহ্মপুত্র নদে বাঁধ নির্মাণকে কেন্দ্র করে ভারত এবং চীনের মধ্যকার সম্পর্ক আবার শীতল হতে শুরু করবে বলে অনেক দ্বি পাক্ষিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন।