Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনআরবিসি ব্যাংক ও বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে চুক্তি সই


২ ডিসেম্বর ২০২০ ০০:২৬

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের ২০০ কোটি টাকা ঋণ দেবে এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংক। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নীতিমালা অনুযায়ী পর্যায়ক্রমে এই ঋণ বিতরণ করা হবে।

মঙ্গলবার (১ ডিসেম্বর) এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে এ সংক্রান্ত চুক্তি সই হয়েছে। এনআরবি কমার্শিয়াল ব্যাংকের কমিউনিকেশন ডিভিশন থেকে মো. হারুন-অর-রশিদ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে সই করেন এনআরবি কর্মাশিয়াল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মুখতার হোসেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক তোফায়েল আহমেদ।

চুক্তি সই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দিন মিয়া, রেজিস্ট্রার মো. সিরাজুল ইসলাম তালুকদার এবং ব্যাংকের ফাইনান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ডিভিশনের প্রধান কাজী মো. শাফায়াত কবির, সিআরএমডির প্রধান তনুশ্রী মিত্র এবং গাজীপুর চৌরাস্তা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ শহিদুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঋণ বিতরণ এনআরবি কমার্শিয়াল ব্যাংক এনআরবিসি ব্যাংক চুক্তি সই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর