Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারাবো পৌরসভা মেয়র হাছিনা গাজীকে পুননির্বাচিত করতে উঠান বৈঠক


১ ডিসেম্বর ২০২০ ২১:১৬

নারায়ণগঞ্জ: নারায়ণগ‌ঞ্জের রূপগ‌ঞ্জ উপ‌জেলার তারা‌বো পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজীকে আবারও নির্বা‌চিত করার লক্ষ্যে উঠান বৈঠক অনু‌ষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ ডি‌সেম্বর) বি‌কে‌লে উপ‌জেলার কান্দাপাড়া এলাকায় এ উঠান বৈঠক অনু‌ষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামী ম‌হিলালী‌গের সভাপ‌তি ও তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী‌র উদ্যোগে ক‌রোনাভাইরা‌স প‌রি‌স্থি‌তি মোকা‌বিলায় সাধারণ মানুষের মা‌ঝে সুরক্ষা সামগ্রী, সাবান ও মাস্ক বিতরণ ক‌রেন, তারা‌বো পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ রা‌সেল সিকদার।

এ সময় আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান ঝিনু, হা‌বিবুর রহমান হা‌বিব, আওলাদ হো‌সেন, তৈয়বুর রহমানসহ স্থানীয় ব্যক্তিরা উপ‌স্থিত ছি‌লেন।

তারাবো হাছিনা গাজী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর