Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: ক্ষতিপূরণের আদেশ স্থগিত


১ ডিসেম্বর ২০২০ ১৮:১২ | আপডেট: ১ ডিসেম্বর ২০২০ ১৮:১৯

ঢাকা: নারায়ণগঞ্জের ফতুল্লায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ও নিহত ৩৭ পরিবারকে ৫ লাখ টাকা করে দিতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ।

মঙ্গলবার (১ ডিসেম্বর) হাইকোর্টের আদেশের বিরুদ্ধে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এবং সরকারের করা আবেদন নিষ্পত্তি করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।

আরও পড়ুন- মসজিদে বিস্ফোরণ: ক্ষতিগ্রস্তদের ৫ লাখ টাকা করে দেওয়ার নির্দেশ

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী তৈমুর আলম খন্দকার।

এক রিট আবেদনের শুনানি নিয়ে গত ৯ সেপ্টেম্বর হাইকোর্ট মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ও নিহত ব্যক্তিদের প্রত্যেকের পরিবারকে ৫ লাখ টাকা করে দেওয়ার আদেশ দিয়ে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালকসহ ৯ জনকে বিবাদী করে রুল জারি করেছিলেন। রুলে বলা হয়, তিতাস গ্যাস কর্তৃপক্ষ টাকা প্রদানের পর নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ৩৭টি পরিবারের কাছে এ টাকা বিতরণ করবেন।

আরও পড়ুন- মসজিদে বিস্ফোরণ: ক্ষতিপূরণ দেওয়ার আদেশ স্থগিত

পরে ক্ষতিপূরণের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে সরকার পক্ষ ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ। ১৩ সেপ্টেম্বর আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. নূরুজ্জামান স্থগিতাদেশ দিয়ে আবেদন ১ ডিসেম্বর (মঙ্গলবার) শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানোর আদেশ দেন। সে অনুযায়ী আবেদনগুলো মঙ্গলবারের (১ ডিসেম্বর) কার্যতালিকায় ওঠে।

এর আগে গত ৭ সেপ্টেম্বর রিট দায়ের করেছিলেন নারায়ণগঞ্জের স্থানীয় বাসিন্দা সুপ্রিম কোর্টের আইনজীবী মার-ই-য়াম খন্দকার।

বিজ্ঞাপন

চলতি বছরের ৪ সেপ্টেম্বর রাত পৌনে ৯টায় নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন ৩৭ জন মুসল্লি। রাতেই দগ্ধদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন দগ্ধ ৩৪ জনের মৃত্যু হয়েছে।

ক্ষতিপূরণের আদেশ স্থগিত দগ্ধ ও নিহতদের ক্ষতিপূরণ নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ বায়তুস সালাত মসজিদে বিস্ফোরণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর