Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রের আইএসবিরোধী টাস্কফোর্স পরিচালকের পদত্যাগ


১ ডিসেম্বর ২০২০ ১৬:৩৭

যুক্তরাষ্ট্রের নির্বাচন পরবর্তী বাস্তবতায় ট্রাম্প প্রশাসনের পদত্যাগের ধুম লেগেছে। এবার পদত্যাগ করলেন পেন্টাগনের ইসলামিক স্টেট (আইএস) বিরোধী টাস্কফোর্সের পরিচালক ক্রিস্টোফার মেয়ার। খবর সিএনএন।

মঙ্গলবার (১ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টোফার মেয়ারের পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে জানিয়েছেন পেন্টাগনের মুখপাত্র।

এদিকে, ২০১৭ সালের মার্চ থেকে পেন্টাগনের আইএসবিরোধী টাস্ক ফোর্সের নেতৃত্বে ছিলেন ক্রিস্টোফার মেয়ার। তার দায়িত্বের অংশ হিসেবে আইএসবিরোধি লড়াইয়ের আন্তর্জাতিক আলোচনা এবং কৌশল নির্ধারণ ও প্রয়োগ নিয়ে কাজ করতেন বলে জানিয়েছে সিএনএন।

এর আগে, পেন্টাগনের বেসামরিক শীর্ষ কর্মকর্তা এজরা কোহেন এবং অ্যান্থনি টাটা তাদের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন।

অন্যদিকে, সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট পর্যায়ক্রমে তার প্রশাসনে কারা নতুন দায়িত্ব নিতে যাচ্ছেন তাদের নাম ঘোষণা করছেন আর ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা একে একে পদত্যাগী হচ্ছেন। ডিসেম্বরের ১৪ তারিখ ইলেকটোরাল কলেজের চূড়ান্ত ঘোষণার পর জানুয়ারির ২০ তারিখ পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন।

ক্রিস্টোফার মেয়ার জো বাইডেন ডোনাল্ড ট্রাম্প পেন্টাগন যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর