বছররের সবচেয়ে আলোচিত শব্দ – প্যানডেমিক
১ ডিসেম্বর ২০২০ ১৫:৪১ | আপডেট: ১ ডিসেম্বর ২০২০ ১৭:১১
অনলাইন অভিধান ডিকশনারি ডট কম ঘোষণা করেছে ২০২০ সালে সবচেয়ে বেশি আলোচিত শব্দ – প্যানডেমিক।
এর আগে, কলেরা-প্লেগের কথা ঐতিহাসিক বয়ান অনেকের জানা থাকলেও, এতদিন তার ভয়াবহতা ছিল অজানাই ছিল। নভেল করোনাভাইরাসের হাত ধরে তার সঙ্গে পরিচয় ঘটেছে একবিংশ শতকের।
এখন পর্যন্ত, করোনার প্রকোপে বিশ্বজুড়ে প্রায় ১৫ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন। আক্রান্ত হয়েছেন ছয় কোটি ৩৬ লাখ ৪১ হাজার ৩৭৬ জন।
এদিকে ডিকশনারি ডট কম জানিয়েছে, এ বছর তাদের সাইটে প্যানডেমিক শব্দটির অর্থই সবচেয়ে বেশি বার খোঁজা হয়েছে। এর মধ্যে ১১ মার্চ শব্দটি খোঁজ করা হয়েছে সাড়ে ১৩ হাজার বার।
শুধু ডিকশনারি ডট কমই নয় মেরিয়ম-ওয়েবস্টার অভিধানও প্যানডেমিককে বছরের সবচেয়ে আলোচিত শব্দ ঘোষণা করেছে।
অন্যদিকে, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে নভেল করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এই মহামারির প্রতিষেধক টিকা উদ্ভাবন নিয়ে আবিষ্কার নিয়ে দুই শতাধিক উদ্যোগ নেওয়া হলেও এখন পর্যন্ত করোনার প্রতিষেধক বাজারে আসেনি। কিন্তু, প্রতিনিয়ত লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে করোনা সংক্রমণ এবং মৃত্যু।