Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টুইটার পোস্ট নিয়ে বিতর্ক – ক্ষমা চাইবে না চীন


১ ডিসেম্বর ২০২০ ১৪:৫৩ | আপডেট: ১ ডিসেম্বর ২০২০ ১৭:১২

আফগানিস্তানে অস্ট্রেলিয়ার এক সৈনিকের শিশু হত্যার ছবি টুইটারে প্রকাশ করার ব্যপারে ক্ষমা চাইবে না বলে সাফ জানিয়ে দিয়েছে চীন। খবর বিবিসি।

মঙ্গলবার (১ ডিসেম্বর) অস্ট্রেলিয়ার চীনা দূতাবাসের পক্ষ থেকে বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

ওই বিবৃতিতে জানানো হয়েছে, আফগানিস্তানে অস্ট্রেলিয় সৈনিকদের যুদ্ধাপরাধের ঘটনা থেকে সাধারণের নজর দূরে সরিয়ে রাখতেই অস্ট্রেলিয়া চীনকে ক্ষমা চাইতে বলছে।

পাশাপাশি, আঞ্চলিক জাতীয়তাবাদের উস্কানি থেকেও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এমন দাবি তুলতে পারে বলে মনে করছে চীনা দূতাবাস।

এছাড়াও, চীন-অস্ট্রেলিয়া দ্বি পাক্ষিক সম্পর্ক নষ্ট করতে চীনের ভূমিকাকে বড় করে দেখানোর উদ্দেশ্যে অস্ট্রেলিয়া এমন ঘটনা ঘটাতে পারে বলে চীনের পক্ষ থেকে বলা হয়েছে।

এর আগে, চীনের সরকারি টুইটার অ্যাকাউন্টে অস্ট্রেলিয় এক সেনার আফগান শিশু হত্যার ভুয়া ছবি পোস্ট করায় বেইজিংকে ক্ষমা চাইতে বলেছে অস্ট্রেলিয়া। ছবিটিকে অবমাননাকর বলে নিন্দাও জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।

এদিকে, এ মাসের শুরুতেই অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স (এডিএফ) তাদের প্রকাশিত তদন্ত প্রতিবেদনে বলেছে ২০০৯ থেকে ২০১৩ সালের মধ্যে বন্দি, কৃষক ও বেসামরিক আফগান নাগরিকদেরকে হত্যার ঘটনায় ২৫ অস্ট্রেলিয় সেনা সদস্য বেআইনিভাবে সরাসরি কিংবা পরোক্ষভাবে অংশ নিয়েছিল। অস্ট্রেলিয় সেনাদের এই অপকীর্তি নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশি তদন্তও শুরু হয়েছে। অস্ট্রেলিয়া তাদের বিশেষ বাহিনীর অন্তত ১৩ সেনাকে চাকরিচ্যুত করার উদ্যোগ নিয়েছে।

বিজ্ঞাপন

https://twitter.com/zlj517/status/1333214766806888448

এ পরিস্থিতির মধ্যেই সোমবার (২৯ নভেম্বর) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান তার টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করেন। এতে দেখা যায়, এক অস্ট্রেলিয় সেনা একটি আফগান শিশুর গলায় রক্তমাখা ছুরি ধরে আছে। আর শিশুটি একটি ভেড়া ধরে আছে।

অন্যদিকে, চীনের পক্ষ থেকে বলা হয়েছে – অস্ট্রেলিয়ার উচিত চীনের ভুল না ধরে, যাদের প্রতি তাদের সৈন্যরা অবিচার করেছে সে ব্যাপারে তদন্ত করে ন্যায়বিচার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া।

অস্ট্রেলিয়া আফগানিস্তান চীন টপ নিউজ যুদ্ধাপরাধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর