Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরের বড়াইগ্রামে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড


১ ডিসেম্বর ২০২০ ১৪:৩৪

নাটোর: জেলার বড়াইগ্রামে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা মামলায় স্বামী রুবেল হোসেনকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব‌্যুনালের বিচারক মোহাম্মদ ইমদাদুল হক এই আদেশ দেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৭ সালে ফাতেমা খাতুনের বিয়ে হয় উপজেলার শিবপুর গ্রামের খোকন মুন্সির ছেলে রুবেল হোসেনের সাথে। বিয়ের এক মাসের মাথায় রুবেল হোসেন তার স্ত্রী ফাতেমা খাতুনের কাছে ২লাখ টাকা যৌতুক দাবি করে শারীরিক ও মানিসক নির্যাতন করে। এরপর ২০১৭ সালের ২৬ সেপ্টেম্বর রুবেল হোসেন তার স্ত্রী ফাতেমা খাতুনকে শ্বাসরোধ করে হত্যার পর আত্মহত্যা বলে অপপ্রচার চালায়।

বিজ্ঞাপন

এই ঘটনায় ফাতেমা খাতুনের বোন আকলিমা বেগম বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে আসামি রুবেল হোসেনের বিরুদ্ধে চার্জগঠন করা হয়। এরপর দীর্ঘ শুনানি শেষে বিচারক আসামি রুবেল হোসেনের মৃত্যুদণ্ড এবং একলাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। পরে আসামি রুবেল হোসেনকে কারাগারে পাঠানো করা হয়।

বড়াইগ্রাম মৃত্যুদণ্ড শ্বাসরোধ করে হত্যা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর