১ ডিসেম্বর ১৯৭১— মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক আক্রমণ
১ ডিসেম্বর ২০২০ ১০:০৫ | আপডেট: ১ ডিসেম্বর ২০২০ ১৭:৩৬
ঢাকা: ১৯৭১ সালের ১ ডিসেম্বর। বিজয়ের মাসের শুরুর দিন। এই দিনে মুক্তিযোদ্ধাদের হাতে পাকসেনারা পদে পদে মার খায়। সিলেটের কানাইঘাটে লড়াইয়ে মুক্তিবাহিনীর হাতে ৩০ জন পাকসেনা ও রাজাকার নিহত হয়। জুড়ি, বড়লেখা এলাকা থেকে পাকবাহিনী কামান সরিয়ে ফেলে। আর মুক্তিবাহিনীর হাতে পাকসেনারা বিপুল ক্ষতির শিকার হয়ে কুলাউড়া পালিয়ে যায়।
এদিন মুক্তিবাহিনী কুষ্টিয়ার দর্শনা ও সিলেটের শমসের নগর আক্রমণ করে। কুষ্টিয়ার কাছে মুন্সীগঞ্জ ও আলমডাঙ্গা রেলস্টেশনের মধ্যে মুক্তিসেনারা মাইন বিস্ফোরণের মাধ্যমে পাক সৈন্যবাহী ট্রেন বিধ্বস্ত করে। এতে বহু পাকসেনা হাত হত হয়। সিলেটের ছাতক শহরে মুক্তিবাহিনী ও পাকসেনাদের মধ্যে প্রচণ্ড যুদ্ধ হয়। যুদ্ধে ৬৫ জন রাজাকার নিহত হয়। আর মুক্তিযোদ্ধারা সুনামগঞ্জ মৌলভীবাজার মুক্ত করে সামনে এগিয়ে যায়। কুমিল্লার কসবা রণাঙ্গনে মুক্তিবাহিনীর হাতে ৬০ জনের বেশি পাকসেনা নিহত হয়।
সিলেটের শমসের নগর ও কুষ্টিয়ার দর্শনা দখল লড়াইয়ের শেষ পর্যায়ে পৌঁছে। এদিন রাতে কর্নেল শফিউল্লাহ, দ্বিতীয় বেঙ্গলের কমান্ডিং অফিসার মেজর মঈন, ১১ বেঙ্গলের কমান্ডিং অফিসার মেজর নাসিমের নেতৃত্বে মুজিব বাহিনী ও বেঙ্গল রেজিমেন্ট ব্রাহ্মণবাড়িয়ার মেরানী, সিঙ্গারাইল, গৈরালসানী, রাজাপুর ও আজমপুর এলাকা শত্রুমুক্ত করে। যুদ্ধে মুজিব বাহিনীর মুক্তিযোদ্ধা ইয়াসিন খাঁ (ব্রাহ্মণবাড়িয়া) শহিদ হন। আর ২৩ জন পাকসেনা নিহত হয়।
সাতক্ষীরা মহকুমার কালিগঞ্জ পাকবাহিনী মুক্ত হওয়ায় বিপ্লবী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এ এইচ এম কামরুজ্জামান, শ্রী ফণি মজুমদার, তোফায়েল আহমেদ এমএনএ, অর্থসচিব এ জামান, আইজি এম এ খালেক কালিগঞ্জে বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠাকল্পে সরেজমিনে পরিদর্শন করেন।
এদিকে ভারতীয় সেনাবাহিনী পশ্চিম ফ্রন্টে আক্রমণাত্মক ও পূর্ব ফ্রন্টে ঝটিকা আক্রমণ চালিয়ে বাংলাদেশকে হানাদার বাহিনীমুক্ত করার পরিকল্পনা নেয়। আর ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী রাজ্য সভায় বক্তৃতাকালে বাংলাদেশ থেকে পাকিস্তনি সৈন্য অপসারণের নির্দেশ দেওয়ার জন্য পাক প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের প্রতি আহ্বান জানান।
অন্যদিকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দাবি করা হয়— সিলেট, রংপুর, দিনাজপুর, খুলনা, রাজশাহী ও যশোর জেলার ৬২টি থানা এবং নোয়াখালী জেলার সব চর এলাকায় বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠিত হয়েছে।
১৯৭১ সালের পহেলা ডিসেম্বরের স্মৃতিচারণ করে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সভাপতি সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সারাবাংলাকে বলেন, সেদিন আমি ভারতের বেরাগুনের অদূরে কান্দুয়ায় মুজিব বাহিনীর প্রধান গেরিলা প্রশিক্ষণ ক্যাম্পে ছিলাম। ব্যাচ বাই ব্যাচ গেরিলা মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ চলছিল। দেশকে স্বাধীন করার যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে— এমন ভাবনা থেকে তখন প্রায় ১০ হাজার গেরিলা মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ শেষ করা হয় ওই সময়। পরে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম বাংলাদেশে প্রবেশ করার। এক পর্যায় আমাদের বাংলাদেশে প্রবেশের পরিকল্পনা স্থাগিত করা হয়।
জাসদ আরেক অংশের সভাপতি আব্দুল মালেক রতন একাত্তরের ডিসেম্বরের প্রথম এই দিনটিতে ছিলেন কুমিল্লার দেবীদ্বারে। তিনি সারাবাংলাকে বলেন, পহেলা ডিসেম্বর পাকিস্তানি হানাদারবাহিনী বিমান দিয়ে গোলাবর্ষণ শুরু করে। ওই সময় আমরা মুক্তিযোদ্ধারা থ্রি-নট-থ্রি রাইফেল আর মেশিনগান দিয়ে বিমান বিধ্বস্ত করার জন্য গুলি ছুঁড়তে থাকি। আমরা জানতাম, এই অস্ত্র দিয়ে বিমান বিধ্বস্ত করা সম্ভব না। তারপরও পাকিস্তানি বিমানের দিকে গুলি ছুঁড়তে থাকি। পরে ভারতীয় বাহিনী তাদের অত্যাধুনিক অস্ত্র দিয়ে উচ্চমাত্রার গেলাবর্ষণ করলে পাকিস্তানিতের চারটি বিমান বিধ্বস্ত হয়।
তথ্যসূত্র:
১. হাসান হাফিজুর রহমান সম্পাদিত
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র (১-১৫ খণ্ড)
২. মুহাম্মদ হাবিবুর রহমান সংকলিত
বাংলাদেশের রাজনৈতিক ঘটনাপঞ্জি