Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের মানুষ ভয়াবহ দুঃসময় অতিক্রম করছে: ফখরুল


১ ডিসেম্বর ২০২০ ০৮:২৫ | আপডেট: ১ ডিসেম্বর ২০২০ ১২:৫৮

মির্জা ফখরুল – ফাইল ছবি

ঢাকা: দেশের মানুষ ভয়াবহ দুঃসময় অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৩০ নভেম্বর) রাতে এক ভার্চুয়াল বিজ্ঞান মেলায় তিনি এ মন্তব্য করেন। জিয়াউর রহমান ফাউন্ডেশন এই মেলা আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি এখন অন্যায়ভাবে কারাগারে রয়েছেন, বন্দি হয়ে রয়েছেন। আমাদের ৩৫ লাখ মানুষ মিথ্যা মামলায় আসামি হয়ে আছে। আমাদের শত শত কর্মী, আমাদের ভাই, আমাদের সহযোগী; তাদের হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে। অনেক পরিবার অত্যন্ত অসহায় অবস্থায় জীবনযাপন করছে। শুধু বিএনপির নয়, বাংলাদেশের মানুষ ভয়াবহ একটা অবস্থার মধ্যে, দুঃসময়ের মধ্যে কাটাচ্ছে। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।’

তিনি বলেন, ‘একদিকে যেমন বিজ্ঞানচর্চার মধ্য দিয়ে এগুতে হবে। অন্যদিকে ঠিক একইভাবে রাজনৈতিক চর্চা, গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে সামনে এগিয়ে যেতে হবে। মুক্ত করতে হবে বাংলাদেশ। আমাদেরকে সৃষ্টি করতে হবে শহীদ জিয়াউর রহমানের স্বপ্নের সেই দেশ, আমাদের নেতার (তারেক রহমান) স্বপ্নের দেশ।’

মির্জা ফখরুল বলেন, ‘আমি অত্যন্ত আশাবাদী। আমরা পারব। আমি বিশ্বাস করি, উই স্যাল ওভারকাম। আমাদের অনেক বয়স হয়ে গেছে-আমরা কিছুদিন পরে এই পৃথিবীতে থাকবো না। কিন্তু তোমরা যারা আজকে প্রজেক্ট নিয়ে এসেছ, তোমাদের সংখ্যা কম নয়। আমি আশান্বিত হয়েছি তোমাদের এই কম বয়সে রাষ্ট্র নিয়ে কত গভীর চিন্তা করছ।’

তিনি বলেন, ‘চর্তুদিকে অনেকে অন্ধকার দেখেন, ফ্রাসট্রেশন দেখেন। আমি তাতে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি আমরা এই অন্ধকার থেকে আলোর পথে পৌঁছাতে পারবো। আমি বিশ্বাস করি জিয়াউর রহমান ফাউন্ডেশন যেসব মহৎ কাজ করেছে, যে মহৎ কাজে হাত দিয়েছে-তারা দেশ ও জাতিকে পথ দেখাবে।’

বিজ্ঞাপন

যুব সমাজকে রাজনৈতিক সচেতন হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘দেশে গণতান্ত্রিক ব্যবস্থা যদি না থাকে তাহলে আমরা ‍যতই বলি না কেন টেকসই উন্নয়ন কখনোই সম্ভব হবে না। আমি মনে করি যে, এটার একটা বেশি রকমের ক্যাম্পেইন করা দরকার। আমাদের যারা স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বেশি করে আনা দরকার।’

বিজ্ঞান মেলায় মাসরুর চৌধুরী, রকীন হাসান প্রত্যায়, নাহিদ চৌধুরী, সাবাব তাসরিফ জামান, আবদুল মান্নান, সোহাগ সরকার ও সুরাইয়া আখতার মৌসুমী, জান্নাতুল নওরীন উর্মি প্রমুখ তাদের প্রণীত মডেল প্রকল্পের প্রস্তাবনা তুলে ধরেন। বিচারক প্যানেলের ড. মোয়াজ্জেম হোসেন মিয়া, ড. হাসানুজ্জামান, ড. ফজলুল হক, ড. এসএম আবদুর রাজ্জাক, ড. রেজাউল করীম প্রতিযোগীদের কাছে তাদের প্রস্তাবিত প্রকল্পের বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন।

এই ভার্চুয়াল মেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী ডা. জোবায়দা রহমান উপস্থিত ছিলেন।

জিয়াউর রহমান ফাউন্ডেশন ভয়াবহ দুঃসময় ভার্চুয়াল বিজ্ঞান মেলা মির্জা ফখরুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর