Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হোয়াটসঅ্যাপ সমর্থিত নোকিয়া ৬৩০০ ফোরজি বাজারে


৩০ নভেম্বর ২০২০ ২১:৫২

ঢাকা: ফিচার ফোনে ‘স্মার্ট অভিজ্ঞতা’ দিতে হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য ‘প্রচলিত অ্যাপ’ সংযুক্ত নোকিয়া ৬৩০০ ফোরজি ‘সাশ্রয়ী মুল্যে’ বাংলাদেশের বাজারে অবমুক্ত করল এইচএমডি গ্লোবাল ওওয়াই। সেইসঙ্গে সোশ্যাল নেটওয়ার্কের সুবিধা নিয়ে খুব শিগগিরই নোকিয়া ২২৫ ফোরজি বাজারে আসার ঘোষণা দিল কোম্পানিটি। সোমবার (৩০ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কাইওএস প্রযুক্তিসম্পন্ন নোকিয়া ৬৩০০ ফোরজি হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউবে বন্ধু পরিবার সদস্যদের সঙ্গে বিনোদন ভাগ করে সংযুক্ত থাকতে সাহায্য করবে। গুগলের অ্যাসিস্ট্যান্ট, ম্যাপ সেবায় নিজেকে এগিয়ে রাখা সহজ হবে ব্যবহারকারীর।

বিজ্ঞাপন

কম দামের ফোনের মধ্যে নোকিয়া ৬৩০০ ফোরজি ফোনে কোয়ালকমের স্নাপড্রাগন ২১০ মডেলের চিপ ব্যবহার করা হয়েছে। ওয়াইফাই হটস্পটের মাধ্যমে ইন্টারনেট ভাগ করে নেওয়া যাবে এই ফোনে।

গত দশকের নোকিয়া ৬৩০০ সেটের ফোরজি সংস্করণ সম্পর্কে এইচএমডি গ্লোবালের প্রধান পণ্য কর্মকর্তা জুহো সার্ভিকাস বলেন, ‘ঐতিহ্যগত নকশার পাশাপাশি সামাজিক সংযোগ এবং নতুন চালচলনের সঙ্গে আধুনিক গ্রাহকের পছন্দের সঙ্গে তাল মিলিয়ে ৬৩০০ ফোরজির আবির্ভাব।’

চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক সমর্থিত এবং সিরিজ ৩০+ পরিচালন ব্যবস্থার নোকিয়া ২২৫ সেটটি গ্রাহকদেরকে সামাজিক মাধ্যমে সংযুক্তের পাশাপাশি একাধিক অংশগ্রহণকারীর সঙ্গে গেমিং অভিজ্ঞতা দেবে। প্রায় ১১৫০ মিলি এম্পিয়ার ক্ষমতাসম্পন্ন ব্যাটারির সঙ্গে সঙ্গে নোকিয়া ২২৫ ফোরজির নকশায় ‘অসাধারণ ফিনিশিং’ দেওয়া হয়েছে। এছাড়াও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আসল ডিকশনারি অ্যাপটি ইংরেজি চর্চা করার জন্য সহায়ক হবে।

বিজ্ঞাপন

এইচএমডি গ্লোবাল বাংলাদেশের বিজনেসের প্রধান ফারহান রশিদ বলেন, ‘নতুন প্রজন্মের নেটওয়ার্কের সঙ্গে ফিচার ফোন ব্যবহারে অভ্যস্ত গ্রাহকদের চাহিদা পূরণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সংযুক্ত রাখার উদ্দেশ্যেই ফোরজি ফিচার ফোন দুটি তৈরি। বাংলাদেশের বাজারে নোকিয়া ৬৩০০ ফোরজির মূল্য ৫ হাজার ২৯৯ টাকা এবং নোকিয়া ২২৫ ফোরজি ফোন পাওয়া যাবে ৪ হাজার ১৯৯ টাকা মূল্যে। দুটি ফোনই পাওয়া যাবে তিনটি ভিন্ন কালারে।

উল্লেখ্যে, ফিনল্যান্ডের এইচএমডি গ্লোবাল বিশ্বজুড়ে নোকিয়া ফোনের নকশা, উন্নয়ন এবং প্রস্তুতকারক হিসেবে উন্নয়নশীল দেশের বাজারের জন্য স্মার্টফোনের পাশাপাশি সাশ্রয়ী মূল্যে উদ্ভাবনী ফিচার ফোন তৈরি করছে।

নোকিয়া ৬৩০০ ফোরজি হোয়াটসঅ্যাপ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর