Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজিবি’র জব্দ করা ১৫২ বস্তা ভারতীয় চাল নিলামে বিক্রি


৩০ নভেম্বর ২০২০ ২০:৪৫

ফাইল ছবি

নেত্রকোনা: জেলার কলমাকান্দা থানা চত্বরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জব্দ করা ১৫২ বস্তা চাল প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়েছে। সোমবার (৩০ নভেম্বর) বিকেলে ৩টি লটে ২ লাখ ৫৮ হাজার টাকায় বিক্রি করা হয়।

নিলামে ৬ জন প্রার্থী অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা, সহকারী পুলিশ সুপার দুর্গাপুর সার্কেল মাহমুদা শারমিন নেলী ও কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক।

বিজ্ঞাপন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের গোবিন্দপুর সীমান্ত এলাকা হতে, ১৫২ বস্তা ভারতীয় চাল ও একটি ট্রাক জব্দ করে।

সহকারী পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী বলেন, ‘সোমবার বিকালে কলমাকান্দা থানা চত্বরে প্রকাশ্যে নিলাম অনুষ্ঠিত হয়। আদালতের আদেশে ট্রাকটি মালিকের জিম্মায় দেওয়া হয়েছে।’

কলমাকান্দা চাল নিলামে বিক্রি বিজিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর