Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগুনে পুড়লো কালিয়াকৈর বাজার, লাখ লাখ টাকার ক্ষয়ক্ষতি


৩০ নভেম্বর ২০২০ ২০:১৩

গাজীপুর: জেলার কালিয়াকৈর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে শতাধিক দোকান-পাট, ঝুটের গুদাম পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট করে না বলতে পারলেও আগুনে লাখ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বাজারের ব্যবসায়ীরা।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান, সোমবার সন্ধ্যায় কালিয়াকৈর বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে প্রায় শতাধিক দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এতে পুড়ে গেছে এসব দোকানের সমস্ত মালামাল।

ফায়ার সার্ভিসের কালিয়াকৈর মির্জাপুরসহ আশপাশের ৬টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলেও জানান তিনি।

অগ্নিকাণ্ডের ঘটনা আগুন নিয়ন্ত্রণ কালিয়াকৈর ফায়ার সার্ভিস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর